- বইয়ের নাম: খুলুকিন আযীম
- লেখক: মুহাম্মদ আতীক উল্লাহ হাফিজাহুল্লাহ
- সিরিজ: সুনানিয়্যাত—১
- প্রকাশক: মাকতাবাতুল আযহার
- পৃষ্ঠা সংখ্যা: ৬৪৫
- প্রচ্ছদ মূল্য: ৯০০ টাকা মাত্র
- রিভিউ লিখেছেন 💕 মুহাম্মাদ যাকারিয়্যা সাইফি
প্রিয় মুসলিম ভাই ও বোনেরা!
আমল কবুল হওয়ার জন্য ইখলাসদীপ্ত কলব ও হালাল ভক্ষণের পাশাপাশি রাসূলের (সা.) অনুপম সুন্নাহ ও জীবনাদর্শ মুতাবেক হওয়া জরুরি। জীবনের প্রতিটি ক্ষেত্রকে সুন্নাহর মোড়কে সাজাতে পারলে মানবজীবনে বয়ে আসবে অনাবিল সুখশান্তি। আর প্রিয় নবীজির (সা.)জীবনচরিত-ই হচ্ছে রবের সন্তুষ্টি লাভ,
দো-জাহানে সফলতা অর্জন ও পার্থিব জীবনকে অপার সৌন্দর্যে সৌন্দর্যমণ্ডিত করার সোপান।
আমাদের দরসে নিযামীতে সাধারণত হাদীসের পাঠদান ফিকহনির্ভর হয়ে থাকে, ফলে শিক্ষার্থীরা জীবনের বাঁকে বাঁকে ফিকহের আঙ্গিকে হাদীস থেকে পাথেয় সংগ্রহ করতে পারে ঠিকই; কিন্তু হাদীসপাঠের মাধ্যমে নবীজিকে (সা.) চিনা হয়ে উঠে না, অনেক ক্ষেত্রে অনুশীলনের অভাবে সুন্নাহমাফিক জীবন সাজাতে ব্যর্থ হয়। দাওরা হাদীস পাশ করে হাদীসের ডিগ্রি অর্জন করা সত্বেও সুন্নত তরীকায় অযু-গোসলেও দুর্বলতা পরিলক্ষিত হয়।আর আওয়ামরা সুন্নতি জীবনযাপন করবে তো দূরে থাক; সুন্নত সম্পর্কে সঠিক জ্ঞানটুকু নেই,
নানাবিধ বিদআত ও অপসংস্কারের সাথে জড়িত।
‘খুলুকিন আযীম’ বইটি পড়ে আমি খুব মুগ্ধ হয়েছি।
মহান আল্লাহ যেন উপকৃত হওয়ার তাওফিক দান করেন।আমি মনে করি, আলেম ভাইদের জন্য বইটি অনুশীলনী, শয়তানের প্ররোচনায় যারা সুন্নাহ বিস্মৃত হয়ে যায় তাদের জন্য রিমাইন্ডার এবং জনসাধারণের জন্য সুন্নতের রাজপথে উঠে আসার অমূল্য পাথেয়।
বইটির আলোচ্যবিষয় যেমন চিত্তাকর্ষক
তেমনই আলোচনাও বোধগম্য ও সুখপাঠ্য। লেখকের শব্দচয়ন ও আলোচনাভঙ্গি ঈর্ষণীয়।
মসজিদে নিয়মিত তালীম হওয়ার মতো একটি বই।
ঘরোয়া পরিসরে নিয়মিত তালীম হওয়ার মতো একটি বই।
প্রতিদিন পড়ার মতো একটি বই।
হাতের নাগালে রাখার মতো একটি বই।
শিয়রে আগলে রাখার মতো একটি বই।
সফরে-হযরে, বাড়িতে-বেড়ানিতে বইটি আমাদের সাথে রাখা উচিত এবং তদনুযায়ী আমল করার চেষ্টা করা কাম্য। পৃথিবীর বিভিন্ন জীবন্ত ও অমর ভাষায় বইটি অনূদিত হওয়ার যোগ্য , এবং হাতে হাতে পৌঁছে দেওয়ার দাবি রাখে। তবে বইটির উপকার ব্যপক হবে। ইন শা আল্লাহ।
এধরনের আরো উপকারী ও অনুশীলনমূলক বই পেতে উৎসুক পাঠকমহল প্রিয় লেখকের নতুন লেখনীর অপেক্ষায় থাকবে……….।
খুলুকিন আযীম (হার্ডকভার)