- খুদে বিজ্ঞানীর অ্যাক্টিভিটি বই
- লেখক : তাবাস্সুম মোস্লেহ বুশরা
- প্রকাশনী : ফিউচার উম্মাহ বিডি
- বিষয় : বয়স যখন ৪-৮, শিশু কিশোরদের বই
- পৃষ্ঠা : 57 – আইএসবিএন : 9789849657545
আজকাল অনেক বাচ্চাই বিজ্ঞান পড়ার নাম শুনলে ভয় পায়। ক্লাসের প্রথম সারির পড়ুয়ারা ছাড়া অন্য ছাত্ররা সাইন্স বিভাগে পড়ার স্বপ্ন দেখার খুব একটা সাহস করে না। প্রাইমারির বিজ্ঞান যদিও অল্প-স্বল্প মাথায় ঢোকে, ফাইনাল পরীক্ষায় পাশ করার পর সেগুলো মনে রাখার আর কোনো উৎসাহ বা আবশ্যকতা কোনোটাই অবশিষ্ট থাকে না।
আসলে বিজ্ঞান পরীক্ষায় পাশ করা, বা ভালো মার্কস পাওয়া, আমাদের বিজ্ঞান শেখার একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। অথচ যারা বিজ্ঞানের ভালোবাসায় জীবন উৎসর্গ করেছেন, সেই মহান বিজ্ঞানীদের বিজ্ঞান-সাধনার উদ্দেশ্য কী ছিল? আল্লাহ্র তৈরি এই আশ্চর্য জগৎকে জানা, এর অতল রহস্যের সাগরের গভীরে ডুব দিয়ে অমূল্য-সব জ্ঞান কুড়িয়ে আনা এবং সেই জ্ঞানকে কাজে লাগিয়ে মানবজাতিকে অগ্রগতির শীর্ষে নিয়ে যাওয়া।
শিশুমনে বিজ্ঞানের প্রতি সত্যিকারের ভালোবাসার ফুল ফোটানোই আমাদের এই বইটির লক্ষ্য। আকর্ষণীয় সব খেলার মাধ্যমে বাচ্চারা বিজ্ঞানকে তৃপ্তি নিয়ে উপভোগ করতে শিখবে, এর নানান বিষয়ে প্রাথমিক জ্ঞান অর্জন করবে এবং আল্লাহ্র বিচিত্র-সব সৃষ্টির রহস্য উদ্ঘাটনে কৌতূহলী হবে। এবং এভাবে সেই মহান মনীষীদের তালিকায় ভবিষ্যতে নাম লেখানোর জন্য তৈরি হতে উদ্যত হবে আজকের খুদে বিজ্ঞানী।
অভিভাবকের উদ্দেশে
বইয়ের বেশিরভাগ খেলা বাচ্চারা নিজেরাই সম্পন্ন করতে পারবে, তবে কয়েকটি অ্যাক্টিভিটির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ এবং ব্যবহারের কাজগুলো কমবয়সি বাচ্চারা হয়তো একা পেরে উঠবে না। এসব পৃষ্ঠাগুলোতে পাশের এই ছবিটি দেয়া আছে। অভিভাবকরা অনুগ্রহ করে খেয়াল রাখবেন।
খুদে বিজ্ঞানীর অ্যাক্টিভিটি বই : লেখক তাবাস্সুম মোস্লেহ বুশরা | Little Scientist Activity Book : Author Tabassum Mosleh Bushra – অরিজিনাল কপি সংগ্রহ করুন।
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?