বেগম রোকেয়ার লিখিত অবরোধ বাসিনী বইটি পরদানশীন মা ও বোনের সম্মানে এক প্রকার আঘাত। যেভাবে হিজাব, বোরখাকে এই বইয়ে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে তা কোন আত্মমর্যাদা সম্পন্ন মুসলিম নারীর পক্ষে বরদাশত করা সম্ভব নয়। সেই জায়গা থেকেই আমার আম্মার একটা স্বপ্ন ছিলো তিনি এই বইয়ের জবাব লিখবেন। যেখানে একজন মুসলিম নারী হিজাব ও বোরখাকে কোন দৃষ্টিতে দেখে তা স্পষ্ট করা হবে। পর্দা অবরোধ না মুক্তি ও স্বাধীনতার প্রতীক, প্রকৃত অবরোধ বাসিনী কারা, ইত্যাদি বিষয়গুলো একজন মুসলিম নারীর অবস্থান থেকে ফুটিয়ে তোলা হবে। আলহামদুলিল্লাহ আজ সেই স্বপ্ন বাস্তবে রুপায়িত হয়ে আপনাদের হাতে।
আম্মার ‘সম অধিকার নয় মর্যাদা চাই’ বইটি সম্পাদনা করতে আমি সহযোগিতা করেছিলাম। আম্মার কোন বই দেখে দিলে যেমন আম্মা খুশী হয় তেমনি আমারো খুব ভালো লাগা কাজ করে। নিকট অতীতে আম্মার প্রকাশিত কয়েকটি বই আমি দেখে দিতে পারিনি। যার জন্য হয়তো আম্মাও মনে মনে কষ্ট পেতেন আমারো খারাপ লাগত।