কেন পড়বেন – জীবন যদি হতো নারী সাহাবীর মত? লেখক : ড. হানান লাশিন | Jibon Jodi Hoto Nari Sahabir Moto

  • বই : জীবন যদি হতো নারী সাহাবীর মত
  • লেখক : ড. হানান লাশিন
  • প্রকাশনী : সমকালীন প্রকাশন
  • বিষয় : ইসলামে নারী, সাহাবীদের জীবনী, আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
  • অনুবাদ: আব্দুল্লাহ মজুমদার
  • সম্পাদনা: উস্তায আবুল হাসানাত কাসেমী, উস্তায আব্দুল্লাহ মাহমুদ
  • পৃষ্ঠা সংখ্যা: ১২৮ টি
  • কভার: পেপার ব্যাক

নারী বিজয়ীনি!! ঈমানের স্বাদ, আনুগত্যের মজা থেকে এক অঞ্জলি ভরে নাও । জীবনপথে সুখ – সৌভাগ্যের বাজারটা অতিক্রম করো তুমি হয়ে ওঠো একজন নারী সাহাবির মতো । এ পথে চলতে গিয়ে অসাধারণ যে অনুভূতি তোমার হবে তা উপভোগ করো । 
 প্রতিদিন খসে পড়ে জীবন থেকে একেকটা দিন। রেখে যায় স্মৃতি কিছু তারিখ নামক সংখ্যা । মুহূর্তরা আসে যায় কখনো আনন্দের মোড়কে, কখনো আফসোস বিষণ্ণতার বার্তা নিয়ে । নিস্তরঙ্গ জীবনে কখনো বা আবেগের জোয়ার আসে মনে। বলে ফেলি, হায়! সাহাবিদের যুগে জন্মাতাম যদি! তা কী কখনো হয়? যদিও অসম্ভব তবেও ঘুরে বেড়াই সিরাতের পাতায় পাতায়৷ মানুষের হৃদয়টা বড় অদ্ভুত । স্থান ও কালের গণ্ডি পেরিয়ে ঘুরে বেড়াতে পারে যখন যেভাবে খুশি সেভাবে৷। আজ আমরা এমনই এক নারীহৃদয়ের কাছাকাছি যাব , যে নারী ঘোষণা করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লার প্রশংসা পবিত্রতা । একাকী হিজরত করেছিলেন হৃদয় দিয়ে, সশরীরে । তিনি হচ্ছেন উম্মে কুলসুম বিনতু উকবাহ । যিনি সমস্ত সম্পদ, প্রভাব- প্রতিপত্তি নিজের বাবা ভাইকে ছেড়ে চলে গিয়েছিলেন । শুধু দ্বীনকে ভালোবেসে হিজরত করেছিলেন । এমন অসংখ্য মহীয়সী বীরদিপ্তা নারী আয়িশা, খাদিজা, ফাতিমা, আসমা রাযিয়াল্লাহু আনহুমাদের কাহিনি ফুটিয়ে তুলে ধরা হয়েছে এই বইয়ের মাঝে। অল্প তুষ্টে , প্রেমময়ী বিনয়ী স্ত্রী, উত্তম সহযোগী ছিলেন তাঁরা । তাদের জীবনে যে প্রজ্বলিত নক্ষত্রের মতো আলো ছড়ায় । উনাদের জীবনী যদি গভীরভাবে দেখতাম, তাহলে অমূলে বদলে যেতাম আমরা । প্রতিটি মুসলিম নারী হতাম এক একজন নারী সাহাবিদের মতো । 
#অসাধারণ একটা বই । মোটামুটি অনেক বই পড়েছি তবে নারী এক্টিভিটি এমন বই পড়া হয়নি । অসাধারণ শব্দ চয়ন সাহিত্য বিশারদ । যদিও কয়েকটা বানান ভুলও আছে । সবমিলিয়ে হৃদয়ঙ্গম করেছে বইটি৷। 
কালের বিবর্তনে সবকিছুর পালাবদল ঘটেছে । পরিবর্তন আসছে জীবন রূপ ও রঙে । সময়ের তালে তাল মিলিয়ে সাথে সাথে নতুন চিন্তা এসে গ্রাস করেছে চিন্তার জগতে । চারদিকে যখন জয়কার ফিতনার জয়জয়কার, তখন কী মনটাকে ঘুরিয়ে দিতে পারি না আমরা?? হৃদয়টাকে হিজরত করাতে পারি না?? আমার চাইলেই পারি। ভুলপথের দরজাগুলো যখন খুলে যায়, হাতছানি দিয়ে ডাকে, তখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লার ইবাদতে মনোযোগী হয়ে যাব । আসমানের পানে মাথা তুলব চোখটা বন্ধ রেখে । আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লার সাথে অটুট বন্ধনে বুকে বইবে প্রশান্তির সুবাতাস । কারণ মনের জোরই হচ্ছে মনের নূর, ইচ্ছা শক্তি থাকলে সব সম্ভব । আমরা চাইলেই আমাদের অতীতকে পরিবর্তন করতে পরবোনা। কিন্তু একটা নতুন ভবিষ্যৎ তৈরি করতে পারবো, জীবনের নতুন অধ্যায়ও শুরু করতে পারবো , যার সমাপ্তি হবে সুন্দর। জীবন হবে নির্মল বর্তমান সুখময় । সুতরাং চলুন বদলাই । 
বই: জীবন যদি হতো নারী সাহাবির মতো। 
লেখক : ড. হানান লাশিন । 
✍️ সুমাইয়া…..
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?