November 30, 2023

কথুলহু – আসিফ রুডলফায

 

বইয়ের নাম :কথুলহু
লেখত :আসিফ রুডলফায
প্রকাশনী :ভূমিপ্রকাশ
বইয়ের টাইপ :লভক্রাফটিয়ান থ্রিলার
পৃষ্ঠা :১৯২
মূল্য :২৬০টাকা

কথুলহু : আপনি কি দুঃস্বপ্ন দেখেন?আমি দেখি।আপনি কি জানেন আপনার দুঃস্বপ্নের উৎস কী?কে দেখায় আপনাকে এই ভয়ঙ্কর স্বপ্নগুলো?তার নাম কথুলহু।সে আপনাকে ডাকছে।কিন্তু আপনি তার ডাক শুনতে পাচ্ছেন না,কারণ আপনার দুর্বল ভঙ্গুর মন তার আহবান অনুধাবনে অক্ষম।আপনি এক বিকৃত দুর্বোধ্য বার্তা পাচ্ছেন।আপনি দুঃস্বপ্ন দেখছেন মনে হচ্ছে ভীষণ ভয়ে আপনি হয়তোবা উন্মাদ হয়ে যাবেন।এই ভয়ঙ্কর রাত্রি থেকে কোনো মুক্তি নেই।কিন্তু আপনি জানেন না। ঠিক যেই মুহুর্তে আপনার স্বপ্ন ভেঙে যাবে,যে মুহূর্তে আপনি ঘুম থেকে সত্যি সত্যি জেগে উঠবেন, ঠিক সেই মুহুর্তে……
সেই মুহূর্তে সবকিছু শেষ হয়ে যাবে।আপনার চেনা পরিচিত এই পৃথিবী…এই বাস্তবতা… শেষ হয়ে যাবে সব কিছু!সব!
“লা কথুলহু ফহটাগন।”

রিভিউ : ‘কথুলহু’ গল্পটিতে মূলত ‘কথুলহু’একটি মহাজাগতিক দানব যার ৪২ টা টেনটিকাল বা শুর রয়েছে।গল্পে ‘কথুলহু’ মানুষের সপ্নের মাঝে দেখা দিয়ে
নিজের অস্তিত্বের জানান দিচ্ছে,তার মধ্যে গল্পের প্রধান চরিত্র জহির রায়হান একজন। জহির রায়হান তার এমন দুঃস্বপ্ন হওয়া প্রতিরোধ করতে ড.জিয়াউল হকের কাছে যান। ড. জিয়া,জহিরকে পরীক্ষা করে দেখলেন তার আগের রোগির সাথে জহির এর রোগের মিল আছে। কিছু দিন পর তিনি খবরে এইরকম আরো একটি ঘটনা দেখলেন।ড. জিয়া চিন্তিত হয়ে পড়লেন, “সবাই এমন দুঃস্বপ্ন দেখে খুনি/উন্মাদে পরিণত হচ্ছে কেন”? তিনি গবেষণা শুরু করে দিলেন………….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *