চোখ যেন মায়া মাখা ,হাস্যোজ্জোল,তারায় আলোর মেলা।
অথচ আপনি চোখের চাহনি বোঝেন নাহ!
আর না কখনো সামনাসামনি ওই দুচোখ পানে চাওয়া হয়েছে!
অনুভূতি,একটু পাগলামি,একটু আড়ষ্টতা,একটু লাজুক হাসি।
অথচ অনুভূতি প্রকাশের সুযোগই হয় নি!
এই তো কিছুদিন আগেও
আমি ভাবতাম,হাসতাম,কেঁদে ফেলতাম,
শুধু তখনো বুঝে উঠতে পারিনি “ভালোবাসি”।
তারপর আরো কিছু দিন,
আরো কিছু একাকি মুহুর্তের অনুভূতি,
অনুভব করলাম ভালোবাসি!
ইচ্ছে করতো বলে ফেলি,
প্রকৃতি জানুক, চলাফেরার রাস্তারা জানুক,
আমার একজন আপন মানুষ আছে,আপনি!
কিছু খুচরো অনুভূতি জমা হয়ে আছে আপনার জন্য,
এক এক করে জমা হতে হতে অনুভূতি আজ আকাশছোঁয়া!
আমি নিতান্তই এক অভিভূত তরুণী,
যৌবন অপেক্ষা তারুণ্যেই আমার প্রেম!
আপনি অপরিচিত আবার যেন পরিচিত তরুণ!
যেন হাজার বছরের চেনা,আবার হয়তো আমাদের কখনো দেখায় হয়নি!
একবার সুযোগ হবে কি তুমিতে আসার?
——————————–
কন্টেন্ট ক্যাটাগরিঃ কবিতা
কন্টেন্টের নামঃ একবার কি সুযোগ হবে তুমিতে আসার!
কন্টেন্ট রাইটারঃ জাকি্য়াহ্ জান্নাত জেমি
ভলান্টিয়ার কন্টেন্ট রাইটার,
রাইটার্স ক্লাব বিডি
Leave a comment