1895 (১৩০২ বঙ্গাব্দ) সালে প্রকাশিত শিবনাথ শাস্ত্রী দ্বারা সম্পাদিত এই পত্রিকার জন্য কলম ধরেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, জগদীশ চন্দ্র বসু, রমেন্দ্র সুন্দর ত্রিবেদী, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায়,
রামানন্দ চট্টপাধ্যায় প্রমুখ বরেণ্য সাহিত্যিক গণ ও শিবরাম শাস্ত্রী স্বয়ং।
আর কি ছিল না এই পত্রিকা তে, গল্প, কবিতা, গান, ভ্রমণ, কবিতা, শিকার কাহিনী, ধাঁধা, অঙ্ক নিয়ে মজা, জ্ঞান বিজ্ঞান, উপকথা প্রভৃতি নিয়ে তৈরী এই পত্রিকা রীতিমতো আলোড়ন তুলেছিল সেই সময়।
বঙ্গাব্দ ১৩০২ থেকে ১৩০৭ পর্যন্ত শিবনাথ বাবু সম্পাদক ছিলেন, তারই প্রয়াণ শতবর্ষে তার সম্পাদনায় মুকুলের নির্বাচিত রচনা নিয়ে প্রকাশিত হয়েছে এই দুষ্প্রাপ্য এই পত্রিকার সংকলনটি সব সেরা মুকুল।
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?