বই – ঈশ্বরের নষ্ট ভ্রূণ
লেখক – সৈকত মুখোপাধ্যায়
প্রচ্ছদ ও অলংকরণ – প্রদীপ্ত মুখার্জি
প্রকাশক – পত্রভারতী
দাম – ২২৫ টাকা
বইটিতে মোট ১২টি গল্প আছে,কোনো গল্পই যে ভীষণ ভয়ের যে তা নয়,কিন্তু প্রতি গল্প শেষেই একরকমের মিশ্র প্রতিক্রিয়া মনের মধ্যে বিরাজ করে যা বলে বোঝানো সম্ভব নয়। কোনো গল্প শেষে অনেকক্ষণ ভাবতে বাধ্য করে তো কোনোটি আবার গায়ে কাঁটা দিয়ে যায়,কোনোটি আবার অন্য দুনিয়া বা অন্ধকার জগতেও পৌছে। সবরকমের স্বাদ মিলিয়ে বারোটি গল্প যা একবার শুরু করলে বইটি শেষ না করে ছাড়া যাবে না।
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?