ইতিহাসখ্যাত সব মুসলিম ব্যক্তিত্ব
অন্ধকারে ডুবে যাওয়া এক ধরণীতে আলোর ফোয়ারা হয়ে এসেছিল ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জগৎবাসীর সামনে পেশ করেছিলেন অনুপম এক আদর্শের বয়ান। এই আদর্শ আর চেতনাকে ধারণ করে উত্থান হয় নতুন এক সভ্যতার, যাদের হাত ধরে পাল্টে যায় ইতিহাসের গতিপথ!
ইতিহাস পাল্টে দেওয়া এই সভ্যতার অগ্রযাত্রায় শামিল হয়েছিলেন অনেকেই। ইসলামী সভ্যতা জন্ম দিয়েছিল একঝাঁক বিজ্ঞানী, দার্শনিক ও পরিপূর্ণ চিন্তার মুসলিম ব্যক্তিত্বের। ইসলামী সভ্যতার পরবর্তী এই সময়ে আজ আমরা অনেকেই নিজেদের শেকড় নিয়ে অজ্ঞ। “বিস্মৃত মুসলিম মানস” বইটি সেই শেকড়কেই, সভ্যতা বিনির্মাণ করা সেই সব মুসলিম ব্যক্তিত্বকেই চেনাবার একটি সচেতন প্রয়াস। আমাদের সভ্যতার নানান অর্জনকে অনেকভাবেই হাইজ্যাক করে নিয়েছে আগ্রাসী ইউরোপ। এই বইটি বিস্মৃতির অতল থেকে তুলে এনে আপনাকে জানিয়ে দেবে সেইসব কীর্তিমান জীবনের সংক্ষিপ্ত একটি বিবরণী।
বিস্মৃত মুসলিম মানস
লেখক : কবির বিন আনোয়ার
প্রকাশনী : শব্দশৈলী
অর্ডার করতে ভিজিট করুন: https://www.wafilife.com/?p=246644