আসমান : লেখক লতিফুল ইসলাম শিবলী PDF | Asman : Latiful Islam Shibli

  • বই : আসমান – হার্ডকাভার
  • লেখক : লতিফুল ইসলাম শিবলী
  • প্রকাশনী : নালন্দা
  • আইএসবিএন : 9789849382218
  • প্রথম প্রকাশ : 1st Published, 2019
  • পৃষ্ঠা সংখ্যা : ১৫৮
  • বইয়ের ভাষা : বাংলা

আসমান বইয়ের প্রচ্ছদে বইয়ের নাম আর লেখকের নামের বাইরেও আরো একটা লাইন লেখা আছে, ‘যে গল্প জীবনের চেয়েও বড়ো’। পড়ার পর মনে হচ্ছে সত্যিকার অর্থেই এ গল্প জীবনের চেয়ে বড়ো। একদম স্পয়লার দিয়ে ধুন্ধুমার এক রিভিউ লিখতে ইচ্ছে করছে। মনে হচ্ছে, সব বলে দিই নইলে অনুভূতিটা ঠিকঠাক প্রকাশ করা যাবে না। তবে ভয় নেই, সে কাজ আমি করছি না। 
গল্পটা শুরু হয় ধানমন্ডির এক মসজিদের ইমাম আর গল্পের নায়ক ওমারের কথোপকথন দিয়ে। ঠিক এর পরপরই আমরা মসজিদ থেকে বের হয়েই দেখতে পাই ওমার আর ওর বন্ধু রুশোর মাতাল হওয়া। তার খানিক পরে আমরা দেখতে পাব ওমারের নেশায় আসক্তির কারণ। ওমার ভীষণ মেধাবী, ভালোও বাসত তার মতোই মেধাবী এক মেয়েকে। কিন্তু ওমারের পবিত্র প্রেমই বরং মেয়েকে দূরে নিয়ে যায়। অন্য কারো সঙ্গে জড়িয়ে যায়। শুরুটা এমনই ছিলো। রুশোর সঙ্গে নেশা করা, ঘুরতে যাওয়া, রাতের শহরে ঘোরাই ছিলো ওমারের সুখ খোঁজার উপায়। কিন্তু রুশোতে সে সুখ খুঁজলেও আসল সুখের সন্ধান সে পায় বৃদ্ধ ইমামের কাছে। 
শুরুর দিকটা বেশ সাদামাটা লেগেছে। ভেবেছি অল্প কয়েকটা চরিত্র আর এই ধানমন্ডিকে ঘিরেই বুঝি পুরো গল্পের আবর্তন। কিন্তু যতই এগোলাম চরিত্রেরা সামনে আসতে শুরু করল। ধানমন্ডি থেকে চলে গেলাম পাকিস্তান আর এরপর আফগানিস্তান। মনে হচ্ছে অনেক কিছুই বলে ফেলেছি তবে আমার ধারণা কিছুই বলিনি। 
শুরুর দিকে ব্যান্ড নিয়ে নানান কথাবার্তা যেন স্বাভাবিকই ছিলো। বইটির লেখক যখন স্বনামধন্য গীতিকার তখন সেটা ঠিকই মনে হয়েছিলো আমার কাছে। কিন্তু ইসলাম সম্পর্কে লেখকের জানাশোনা অবাক করেছে আমাকে। এমনকি কোথাও কোথাও সুরা এবং আয়াতের নাম্বার উল্লেখ করে কুরআনের আয়াতের কোটেশনও দিয়েছেন তিনি। বিভিন্ন বিষয়ের উপর লেখকের সত্যিকার অর্থেই অগাধ জ্ঞান। যেখানে খুব প্রচলিত একটা প্রবাদ আছে আমাদের দেশে যে, ‘মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত’ সেখানে লেখকের ইমামের আধুনিক সমাজ, রাষ্ট্র, অর্থনীতি বিজ্ঞান নিয়ে অগাধ জ্ঞান। একজন প্রজ্ঞাবান ইমামকে পেয়েছি এ লেখায় আমি। ইসলাম যে কেবল জান্নাত আর জাহান্নামেই সীমাবদ্ধ না, ইসলাম যে একটা কমপ্লিট দ্বীন তার চমৎকার উদাহরণ দিয়েছেন তিনি এ লেখার মাধ্যমে। লেখকের ধর্ম সম্পর্কে এক দর্শন টের পেয়েছি আমি। ওনার জীবন দর্শনও চমৎকার। থেকেথেকেই মনে হচ্ছিল এত ভালো লেখেন কেন উনি? 
বইটা অনেকটা সাইমুম সিরিজের মতো। তবে সাইমুম সিরিজের সঙ্গে পার্থক্যও অনেক। সাইমুম পুরোটাই যুদ্ধ বলা চলে আর এখানে আছে আরো নানান ভিন্ন ভিন্ন বিষয়। এছাড়াও সাইমুমে আলাদা করে তেমন দর্শন চোখে পড়ে না। আসমানে পড়ে এবং বেশ ভালোভাবেই চোখে পড়ে। 
শাহপরান ভাই বলেছিলেন, এই আসমান পড়েই মনে হয়েছিল এই লেখকের প্রত্যেকটা বই পড়তে হবে এবং তিনি তাই করেছেন। আমার অনুভূতিও একদমই তেমন। দ্রুতই পড়ে ফেলতে হবে লেখকের সব বই। 
এক কথায় বইটা সম্পর্কে মন্তব্য করতে গেলে বলতে হবে, ‘মুগ্ধকর’

Latiful islam Shibli
লতিফুল ইসলাম শিবলী

পয়লা বৈশাখের এক কাকডাকা ভোরে জন্ম নিয়েই লতিফুল ইসলাম শিবলী দেখে, বাংলাদেশে চলছে মুক্তিযুদ্ধের প্রস্তুতি। ফুলছড়ি, বাহাদুরাবাদ ঘাটে পাকিস্তানি সেনাবাহিনির অবস্থানের ওপর যখন ইন্ডিয়ান মিগ থেকে বোমা ফেলা হচ্ছিল, তখন মুক্তিযোদ্ধা বাবার সঙ্গে বাঙ্কারে বসে শিশুটি বলছিল, ‘আল্লাহ্, রক্ষা কর’—গল্পটি শিবলীর মায়ের কাছে শোনা। তখন যুদ্ধ না বুঝলেও নব্বইয়ের দশকের স্বৈরশাসনবিরোধী আন্দোলনের ভেতর দিয়েই তাঁর বেড়ে ওঠা। ইন্টারমিডিয়েটে পড়াকালেই স্বৈরশাসকের জেল জুলুম আর হুলিয়া মাথায় নিয়ে চলে আসেন নাটোর থেকে ঢাকায় ।

অভিনয়ের উপর এক বছরের ডিপ্লোমা কোর্স শেষে গ্রুপথিয়েটার নাট্যচক্রের সঙ্গে মঞ্চনাটকে কাজ করতে করতেই ধীরে ধীরে বিকশিত হতে থাকেন শিল্পের অন্যান্য মাধ্যমে।অভিভাবকদের রক্তচক্ষু উপেক্ষা করে একদল গানপাগল তরুণ ব্যান্ড সংগীতের মাধ্যমে বাংলা গানের ধারায় যে-পরিবর্তন এনেছে, শিবলী তাদেরই অন্যতম। যুগযন্ত্রণার ক্ষ্যাপামো মজ্জাগত বলেই প্রথা ভাঙার যুদ্ধে শিবলী হয়ে ওঠেন আপাদমস্তক ‘রক’। আধুনিক জীবনযন্ত্রণাগ্রস্ত তারুণ্যের ভাষাকে শিবলী উপস্থাপন করেছেন অত্যন্ত সহজসরল ‘রক’ এর ভাষায়। তাঁর সাফল্য এখানেই । তাই অল্প সময়ের মধ্যেই শিবলী পরিণত হয়েছেন এদেশের ব্যান্ড সংগীতজগতের কিংবদন্তি গীতিকবিতে ।
শিবলীর লেখা (প্রায় ৩০০) জনপ্রিয় গানের মধ্যে কয়েকটি:
জেল থেকে বলছি | কথা-সুর: শিবলী, ফিলিংস /নগরবাউল
তুমি আমার প্রথম সকাল | তপন চৌধুরী-শাকিলা জাফর
কষ্ট পেতে ভালবাসি | আইয়ুব বাচ্চু (এলআরবি)
হাসতে দেখো, গাইতে দেখো | আইয়ুব বাচ্চু
কত কষ্টে আছি | জেমস
পালাবে কোথায় | জেমস
একজন বিবাগি | জেমস
রাজকুমারী | আইয়ুব বাচ্চু
হাজার বর্ষা রাত । সোলস
পলাশী প্রান্তর। মাইলস
কী ভাবে কাঁদাবে তুমি (যতটা মেঘ হলে বৃষ্টি নামে) | খালিদ (চাইম)
আরও অনেক অনেক গান………
‘কমপ্লিট ম্যান’ খ্যাত ঝুঁটিবাঁধা সেঞ্চুরি ফেব্রিকসের দুর্দান্ত সেই মডেল শিবলী ছিলেন তাঁর সময়ের ফ্যাশন-আইকন।তিনি একজন সফল নাট্যকার। বিটিভির যুগে তাঁর লেখা প্রথম সাড়া জাগানো নাটক ‘তোমার চোখে দেখি'(১৯৯৫)। আরও লিখেছেন- রাজকুমারী, হাইওয়ে টু হেভেন, গুড সিটিজেন, নুরু মিয়া দ্যা পেইন্টার, যত দূরে থাকো, বৃষ্টি আমার মা,রান বেইবি রান,আন্ডারগ্রাউণ্ড,শহরের ভিতরে শহরসেকেন্ড চান্স,স্পন্দন,মিলিয়ন ডলার বেইবি,দ্যা ব্রিফকেস।
নিজের লেখা নাটক ‘রাজকুমারী’তে(১৯৯৭) মির্জা গালিব চরিত্রে তাঁর অনবদ্য অভিনয় এখনও অনেকের মনে থাকার কথা।শিবলীর প্রকাশিত কাব্যগ্রন্থগুলো ‘ইচ্ছে হলে ছুঁতে পারি তোমার অভিমান’ (১৯৯৫), ‘তুমি আমার কষ্টগুলো সবুজ করে দাও না'(২০১০), মাথার উপরে যে শূন্যতা তার নাম আকাশ, বুকের ভেতরে যে শূন্যতা তার নাম দীর্ঘশ্বাস'(২০১৪)।বাংলা একাডেমী প্রকাশ করেছে তাঁর ‘বাংলাদেশে ব্যান্ড সংগীত আন্দোলন'(১৯৯৭) নামে ব্যান্ড সংগীতের ওপর লিখিত প্রথম এবং একমাত্র গবেষণাধর্মী প্রবন্ধগ্রন্থ।শিবলী’র কাহিনী সংলাপ এবং চিত্রনাট্যে ও গীতিকবিতায় প্রথম পূর্ণদৈঘ্য চলচ্চিত্র ‘পদ্ম পাতার জল'(২০১৫)।শিবলী’র প্রথম এবং বেস্টসেলার উপন্যাস- দারবিশ (২০১৭)।স্বভাবজাত বোহেমিয়ান, ঘুরেছেন ইউরোপে সহ পৃথিবীর পথে পথে। Asman PDF Download 
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?