আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন।

পৃথিবীর অধিকাংশ মানুষ উচ্চাকাঙ্ক্ষা ও উদাসীনতার জালে ঘুরপাক খাচ্ছে। তাদের জীবনের সম্পর্ক দুনিয়াকে কেন্দ্র করেই আবর্তিত। রং-তামাশা ও আনন্দ উল্লাসময় জীবন উদযাপনের জন্য তারা পৃথিবীর সাথে গড়ে তুলেছে গভীর সখ্যতা। কুরআন-সুন্নাহর সাথে তাদের সম্পর্ক ধ্বংসের দ্বারপ্রান্তে। কেবল হাতেগােনা কিছু মানুষ এই ধ্বংসাত্মক জালের বাইরে রয়েছে। ক্ষনিকের পৃথিবীর চোখধাঁধানাে চাকচিক্য অচিরেই ধ্বংস হবে। গ্রীষ্মের আকাশে উড়ে বেড়ানাে মেঘমালার মতাে বিলীন হবে সুনিশ্চিত। সুতরাং চাকচিক্যময় পৃথিবীর মােহে পড়ে পৃথিবীকেই ধ্যান-জ্ঞান বানাবেন না হে আমার প্রিয় ভাই! দেখুন আল্লাহ তায়ালা কী বলেছেন,

كل نفس ذائقة الموت ولما وقون أجوركم يوم القيامة من خزح عن النهار وأدخل الجنة فقد فاز ما الحياة الدنيا إلا متاع الغرور

জীবমাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কিয়ামতের দিন তােমাদেরকে তােমাদের কর্মফল পূর্ণমাত্রায় দেওয়া হবে। যাকে অগ্নি হতে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করা হবে সেই সফলকাম। আর পার্থিব জীবন ছলনাময় ভােগ ব্যতীত কিছুই নয়।

    ( সুরা হাদিদ : অায়াত ২০ )

বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?