আল্লাহ আপনাকে দেখছেন। Book review ll bookpoint24

বইঃ আল্লাহ আপনাকে দেখছেন।

▫️ লেখক: শাইখ খালিদ অার রশিদ

▫️ অনুবাদক: জুবায়ের রশিদ

▫️ মুদ্রিত মূল্য: ১৩৪৳

আল্লাহ তায়ালাকে বান্দা ভালােবাসার প্রমাণ ও নিদর্শন হলাে, বান্দা বেশি বেশি তার জিকির করা। সকাল-সন্ধ্যায়, দিনে-রাতে সর্বদা আল্লাহর জিতি করা। বান্দার জবান কখনাে আল্লাহর স্মরণ থেকে বিমুখ হবে না। কখনা বান্দার অন্তর আল্লাহর ভালােবাসা থেকে খালি থাকবে না। 

বান্দার মন ও হৃদয়ের তৃষ্ণা নিবারণ হবে পবিত্র সে নামের জিকিরের মাধ্যমে। কেননা, কেউ যখন কাউকে ভালোবাসে, তখন ভালােবাসার নিদর্শন স্বরূপ সে তাকে বারবার স্মরণ করে। 

তার নাম যতই উচ্চারণ করে ততই মুখে ও অন্তরে অপার্থিব মিষ্টতা অনুভব করে। কখনাে তার স্মরণ থেকে সে বিমুখ হয় না। রাত-দিন অষ্টপ্রহর অন্তরে তার উপস্থিতি উপলব্ধি করে। এর মাধ্যমে সে মানসিক ও শারীরিক উৎফুল্লতা অনুভব করে। তার মন ও হৃদয় থাকে সতেজ। সর্বদা তার অন্তরে বিরাজ করে অপার আনন্দ। 

ভালােবাসা এমনই দাবি করে। তদ্রপ, বান্দা যখন আল্লাহ সুবহানাহু তায়ালাকে ভালােবাসবে। তখন বান্দা আল্লাহ তায়ালার জিকির করবে। অন্তরে ও মুখে ক্রমাগত স্মরণ করবে প্রেমাস্পদ আল্লাহকে। 

বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?