আল্লাহর প্রতি সুধারণা

আমি ধৈর্যধারণ করতে সক্ষম নই’ এ কথা বলবেন না । আল্লাহর কাছে যদি মন থেকে সাহায্য কামনা করতে পারেন  , তাহলে নিশ্চিত থাকুন যে , তাঁর সাহায্য আপনার সাতে থাকলে এইসব বিপদ কাটিয়ে ওঠা আপনার জন্য কােনো ব্যাপারাই নয় ।

 আপনি স্বরণ করুন গর্তওয়ালাদের কথা , ফিরাউনের যাদুকদের কথাঃ স্বরণ করুন ফেরাউনকন্যা চুল চিরুনীকারীনি নারীর কথা । এতো কঠিন বিপদে তারা কিভাবে ধৈর্যধারণ করতে পেরেছিলেন ? ঈমান যখন তাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে , তখন আল্লাহর রাস্তায় নিজেদের উৎসর্গ করার জন্য তারা উদগ্রবী হয়ে উঠেছে । অথচ পূর্বে তারা ছিলো মুশরকি । তো যেই সওা তাদের ধৈর্যধারণের তাওফীক দান করেছেন , তিনি আপনাকেও আবশ্যই এই তাওফিক দান করবেন যদি আপনি তার কাছে আশ্রয় প্রার্থনা করেন ।

                                                                          — ড . ইয়াদ কুনাইবি

—————————————

বইঃ আল্লাহর প্রতি সুধারণা 

লেখকঃ ড. ইয়াদ আল কুনাইবি

অনুবাদকঃ হাসান মাহমুদ

প্রচ্ছদ মূল্যঃ ৩০০

পৃষ্ঠা সংখ্যাঃ ২৩০

ধরণঃ পেপ্যারব্যাক

প্রকাশনাঃ শব্দতরু

বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?