.
হ্যাঁ, হামিদ স্যারের সুরে সুর মিলিয়ে আমরাও বলি আর কতো এভাবে বসে থাকবে বলো? এবার তো কিছু একটা করো! চাকরি খুঁজে খুঁজে যে সময়টা হেলায় হারাচ্ছো, একটা চাকরির আশায় বসে থেকে থেকে যেভাবে জীবনটা শেষ করে দিচ্ছো, সেটা তোমাকেই ভোগাবে শেষতক। চাকরি খোঁজো বা না খোঁজো, কাজ শেখা চাই। এটায় কোনো ফাঁকি দেওয়া যাবে না।
.
“একটা কিছু করো প্লিজ…” বইটিতে ঠিক এই কথাগুলোই বলতে চেয়েছেন হামিদ স্যার। মার্কেটিং এর শিক্ষক হিসেবে রিডারস মাইন্ডসেট বেশ চমৎকার বোঝেন তিনি, লিখতেও পারেন ঝরঝরে আর জীবনঘনিষ্ঠ ভাষায়। এই বইটিতে তিনি তরুণদের জন্য দিয়েছেন পারসোনাল ডেভেলপমেন্টের জন্য খুব জরুরি কিছু রসদ। বইটি মূলত ১৬-৩০ বছর বয়সী ছেলেদের জন্য লেখা, যাতে তারা জীবন সম্পর্কে সচেতন হয়। যাতে জীবনের পথে তারা সচেতনতার সাথে এগিয়ে যায়। যাতে শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয় বা নিজের কাজে দক্ষ একজন কর্মী হয়ে ওঠে।
.
ছেলেরা অবশ্যই বইটি মিস দেবেন না যেন!
একটা কিছু করো প্লিজ…
লেখক : মো. আব্দুল হামিদ
প্রকাশনী : স্বরে অ
অর্ডার করতে ভিজিট করুন : Click Here
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?