আমি ও আমার রব : উস্তাদ নোমান আলী খান | ami o amar rob by Noman Ali Khan

আমি ও আমার রব
লেখক : নোমান আলী খান
প্রকাশনী : বুকিশ পাবলিশার
বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
অনুবাদক : NAK বাংলা টীম
সম্পাদক : আহমাদ আল-সাবা
ভাষা : বাংলা
আমি ও আমার রব : উস্তাদ নোমান আলী খান | ami o amar rob by Noman Ali Khan
“আমাদের রব তো নিজেকে দয়া, প্রজ্ঞা, ভালোবাসা ও আন্তরিকতার সাথে তুলে ধরেছেন। নিজের ব্যাপারে আমাদের যা যা জানানোর দরকার, তার সবটুকুই তিনি দয়া করে আমাদের জানিয়েছেন। তিনি কেমন, কী চান বা চান না, কী দেন বা দেন না, কেন দেন বা দেন না, দিলে কীভাবেই বা দেন—এসবকিছুই তো পরিষ্কার করে জানিয়েই দিয়েছেন তিনি। 
তবে কি দাস হিসেবে আমরাই এগিয়ে যাইনি? ভালোভাবে জানার-বোঝার প্রয়াস নেইনি? সেজন্যেই কি দুনিয়ার সামান্য আঁচড়ে ভেঙে পড়ি? সেজন্যেই কি বিপদে ও আপদে, ভয় ও শঙ্কায় দিশেহারা হয়ে চোখের সামনে অন্ধকার দেখি? ওপরে আল্লাহ’র আরশের আলো, আর আমি কিনা দেখি অন্ধকার!
‘আমার রব’-কে এত সামান্য চিনে কীভাবে দুনিয়ার দিনগুলো ধুঁকে ধুঁকে শেষ করছি, বেঁচেও যেন আধমরা হয়ে বেঁচে আছি আমরা!
সীমাহীন ও তুলনাহীন দয়া ও মায়ায় ভরপুর আমাদের রবকে আরও একটু কাছ থেকে জানার ও বোঝার জন্যে, জীবনের দুঃসময়েও শুদ্ধ প্রশান্তি নিয়ে বেঁচে থাকার সহজ রাস্তাটা খুঁজে পাবার জন্যে, আপনাদের জন্য আমাদের এই নিবেদন—”আমি ও আমার রব”
বাংলাবাজারে ইসলামী টাওয়ার ও মাদ্রাসা মার্কেটের সমকালীন প্রকাশন, মিরাজ প্রকাশনী, মাকতাবাতুন নূর, বুকশেলফ ও বুকক্যাফেতে বইটি পাবেন। 
“কীভাবে নামাজের মধুরতা লাভ করা যায়?” বইটি শেষ হয়ে গিয়েছিল। এখন আবার রিপ্রিন্ট হয়ে এসেছে। সামনে রামাদান মাস। এ মাসে বিশেষ করে সিয়াম, কুরআন ও সালাত গুরুত্বপূর্ণ ইবাদাত। এই সালাতকে আপনার জীবনের অনন্ত প্রশান্তিদায়ক এক বন্ধনে রূপান্তরিত করতে পারেন আল্লাহর সান্নিধ্যে। সেই পথই দেখাবে বইটি। সংগ্রহ করতে পারেন আপনার জীবনের সেরা মুহূর্তগুলো আল্লাহর সাথে একান্তে উপভোগ করার জন্য। 
কুর’আন নিয়ে বহু তাফসির রয়েছে। রাসূল ﷺ এর জীবনী নিয়েও প্রচুর বই রয়েছে। কিন্তু আল্লাহ তা’আলাকে নিয়ে স্বতন্ত্র্য বই কম, যদিও আসমাউল হুসনা বা আল্লাহর সুন্দর সুন্দর নাম নিয়ে বহু বই রয়েছে। এই দিকটি বিবেচনা করে স্বতন্ত্রভাবে আল্লাহ তা’আলার প্রজ্ঞা ও প্রশান্তি এবং আশা ও ভালোবাসা নিয়ে বইটি; যেগুলো জানলে আল্লাহ তা’আলা সম্পর্কে আমাদের সন্দেহ, দ্বিধা দূর হয়ে স্থিরতা ও প্রশান্তির শুরু হবে। বর্তমান জমানা সন্দেহ ও নিরাশার যুগ। অশান্তি ও অস্থিরতার যুগ। আল্লাহর ভালোবাসা ও তাঁর আশা ছাড়া চূড়ান্তভাবে এগুলোর সমাধান সম্ভব নয়। বইটি সৃষ্টি-স্রষ্টার বিষয়ে। সাইকোলজি বিষয়ে; বিশেষত একজন সৃষ্টির মনে স্রষ্টা বিষয়ে যেসব ভুল ধারণা, দ্বিধা, সন্দেহ, অজ্ঞতা ও নিরাশা কাজ করে সেগুলোরই সমাধান পথের বাঁক। সৃষ্টির স্রষ্টা বিষয়ে ওসব নেতিবাচক বৈশিষ্ট্য বান্দাকে এই দুনিয়ায় চুড়ান্ত হতাশা, কষ্ট ও নিরাশার দিকে ধাবিত করে। 
ফলে, তার মনটা অশান্তি ও অস্থিরতায় বিষিয়ে ওঠে। তখন এই দুনিয়ার সকল সুবিধা-ভোগ্যবস্তুও সময়ের সাথে সাথে সুখ-শান্তি থেকে বিচ্ছিন্ন হতে থাকে। মানুষ তখন হয়ে ওঠে মূল্যহীন, প্রশান্তিহীন এক শারীরিক বস্তুতে। তখন এই জীবনের আর কিই-বা মূল্য থাকে?! এই অশান্ত, অস্থির ও জড় জীবনে প্রশান্তি ও প্রাণের সঞ্চার করতে পারে একমাত্র যিনি, তিনি আমার রব; আল্লাহ তা’আলা। যিনি প্রাণ সৃষ্টি করেছেন, যিনি সকল প্রশান্তির উৎস। অনন্ত প্রশান্তি ও ভালোবাসা চূড়ান্তভাবে তিনিই প্রতিটি প্রাণে ঢেলে দিতে পারেন। তাঁর দিকে ফিরে যাওয়া ছাড়া বেঁচে থাকার চূড়ান্ত প্রশান্তি, স্থিরতা ও ভালোবাসা পাওয়া অসম্ভব। চলুন সেই অনন্ত পথের প্রশান্তি, অন্তরের পূর্ণতা ও চূড়ান্ত ভালোবাসার পথটা খোঁজে-ফিরি…।
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?