আবু বাকর আস-সিদ্দীক : জীবন ও শাসন
Author : ড. আলি মুহাম্মাদ সাল্লাবি
Category : খুলাফায়ে রাশেদিন
ওমর রাযিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ‘আপনি কী জানেন ঐ ব্যক্তি কে?’ মহিলা জানালেন, ঐ ব্যক্তি কে, সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই। মদিনার ওই লোক কখনোই বৃদ্ধার কাছে এই ব্যাপারে কিছু বলেনি। ওমর রাযিয়াল্লাহু আনহু তখন বৃদ্ধাকে বললেন, ‘তিনি ছিলেন খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দীক রাযিয়াল্লাহু আনহু’।