১। পাগলা পাঠক
(আপনার কাছ থেকে নতুন বের হওয়া কোনো বইয়ের নিস্তার নেই। ‘বাদ যাবে না কোনো শিশু’ মূলনীতিতে বই পড়েন। গোগ্রাসে বই গেলা যেটাকে বলে… )
২। গভীর পাঠক
(বইয়ের একেবারে ভেতরে ঢুকে যান। পড়া শেষ হলে বইটা আর বই থাকে না। রাফখাতার মতো হয়ে যায়। পেন্সিল/হাইলাইটারের দাগে বই একাকার)
৩। যত্নশীল পাঠক
(প্রতিদিন নিয়ম করে ২ বার বই মুছেন। বইয়ে ভাজ/দাগ দেখলে আতঙ্কিত হয়ে যান। বই পড়া শেষে বইটা আবার নতুন বলে বিক্রি করে দেয়া যাবে)
৪। নস্টালজিক পাঠক
(অতীতে অনেক পড়েছি/একসময় অনেক পড়তাম। এখনকার পাঠকরা বাংলা রিডিং পড়া শেখার আগ থেকেই আমি পাঠক, হুহ… যদিও এখন একটু রেস্টে আছি… )
৫। আয়োজক
(চা-কফি নিয়ে বই পড়তে বসবেন বলে মনস্থ করলেন। চা-কফির আয়োজন করতে করতেই সময় শেষ… )
৬। ট্রাভেলিং পাঠক
(ব্যাগে বই নিয়ে বাহিরে বের হলেন বা সফরে গেলেন। বইয়ের বোঝাই টানা হল, পড়ে দেখা আর হলো না…)
৭। ডিজিটাল পাঠক
(কাগজের ঘ্রাণ আপনার সয় না। তাই পিডিএফ পড়েই দিন যায়। পিডিএফ না পেলে শর্ট-পিডিএফই ভরসা… তাও না পেলে ফেসবুক পোস্টই সই… )
৮। নাক সিটকানো পাঠক
(বইয়ের শিক্ষা, লেখনী নিয়ে খবর নাই। বাইন্ডিং এমন কেন? পেইজ মোটা কেন? পেপারব্যাক হলে ভালো হতো… পেপারব্যাক হইলে হার্ডকভার হলে ভালো হতো… প্রচ্ছদ এমন ক্যান? বইয়ের মার্জিনে ফাঁকা কম/বেশি… এসব নিয়েই দিন কেটে যায়। শেষমেশ বইটাই পড়া হয় না।)
৯। এলিট ভাবধারী পাঠক
(আপনি যেনতেন বই পড়েন না বলে ভাব প্রকাশ করেন। কিন্তু বছরে ১০০ পেজও পড়া হয় না। নিজের এলিটিজম ছুটে যাবার ভয়ে টুকটাক রিভিউতে চোখ বুলাতে হয়)
১০। সাজেশন ম্যান
(সবাইকে বইয়ের সাজেশন দিয়ে বেড়ান। অথচ একটা বইও আপনার পড়া নাই… )
১১। শুধুই ক্রেতা
(সব বই আপনার কাছে থাকতেই হবে। পড়ি বা না পড়ি। তবে ২-১ টা বাদে বাকিগুলো ধরেও দেখা হয় না। আপনার আশেপাশে শুধু বই আর বই থাকবে, এটাই আপনার লক্ষ্য)
১২। আপডেট ম্যান
(বই কেনা, পড়া কোনটাই আপনার কাজ না। কিন্তু সকল বইয়ের আপডেট আপনার জানা থাকে। কোন বই নিয়ে গ্যাঞ্জাম। কোন টপিক এখন ভাইরাল… সব আপনার নখদর্পনে)
১৩। বিজি ম্যান
(অনেক ব্যস্ত আপনি। প্রতিদিন চেষ্টা করেন ১-২ পেজ পড়ার। কিন্তু বই শুধু টেবিল থেকে খাটে, খাট থেকে সোফায়, সোফা থেকে শেলফে… এভাবে যায়গা পরিবর্তন করতেই থাকে। পড়া আর হয় না। কালকে থেকে পড়বেন এই নিয়ত করে ঘুমিয়ে পড়তে হয়।)
১৪। হাদিয়া ম্যান
(বই কেনার কষ্ট করতে নারাজ। হাদিয়ার আশায় থাকি… )
১৫। ফটোগ্রাফার পাঠক
(বই পড়া কম, ছবি তোলা হয় বেশি। বই ফটোগ্রাফিতে নোবেল-টোবেল কিছু পেয়েও যেতে পারেন কোনো একদিন… )
১৬। প্রকৃত পাঠক
(বই কিনেন, মনোযোগ দিয়ে বই পড়েন, শিক্ষণীয় বিষয়গুলো আমল করেন। অন্যের মাঝে প্রচার করেন। নতুন পাঠক বৃদ্ধি করার আপ্রাণ চেষ্টা করেন।)
১৭। ঋণগ্রস্থ পাঠক
(বই ধার নিয়ে পড়েন, কিন্তু ফেরত দেয়ার নামগন্ধ নেই… আসলে মনেই থাকে না কবে কী ধার নিয়েছেন)
১৮। অভাবী পাঠক
(ভালো ভালো বই বের হয়, চেয়ে চেয়ে দেখেন। কেনার টাকা যোগাড় করে উঠতে পারেন না। বই পড়ার প্রচণ্ড ইচ্ছা রাখেন… )
(আপনাদের জন্য সুসংবাদ! মাকতাবাতুল আসলাফের পেইজে চোখ রাখুন। See First দিয়ে রাখুন। প্রতি সপ্তাহেই বই হাদিয়া দেয়া হবে ইন শা আল্লাহ)
প্রিয় পাঠক, এর মধ্যে কোনটি/কোনগুলো আপনার সাথে মিলে যায়? অকপটে বলে যান…
আপনার বই পড়ুয়া বন্ধু/বান্ধবীকেও মেনশন করে তার ক্যাটাগরি জানিয়ে দিন…
from:- maktabatul ahsan