আদর্শ সমাজ গঠনে তরুণদের ভূমিকা : সাকী মাহবুব | Adorsho Shomaj Gothone Torunder Vumika

//বুক রিভিউ//

তরুণরা জাতির অন্যতম কর্ণধার । জাতির স্বপ্ন , আশা-আকাঙ্ক্ষা , সম্ভাবনা সবটুকুই এ তরুণসমাজকে ঘিরে আবর্তিত । অতীত ইতিহাসেও রয়েছে তরুণসমাজের দীপ্ত পদচারণা ।  কিন্তু বর্তমান অবস্থার কথা চিন্তা করলে সত্যিই দুঃখ হয়; অন্তরে ব্যথার সমুদ্র ঢেউ তোলে । বর্তমান তরুণসমাজ যেন অবক্ষয়ের উপকরণে পরিণত এক ক্ষণস্থায়ী অবিকশিত শক্তির প্রতীক । অথচ আদর্শ সমাজ গঠনে তরুণদের ভূমিকা সবথেকে বেশি । 

বাংলাদেশের একজন বড় কবি গোলাম মোস্তফা লিখেছেন—
“লক্ষ আশা অন্তরে ঘুমিয়ে আছে মন্তরে 
ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে ”
আসলেই তাই । কবির কথাই ঠিক । আজকে যে শিশু , আগামীদিনে সেই শিশুই জাতির কর্ণধার । আগামীর মুক্তির নায়ক । দেশ বরেণ্য মন্ত্রী , সমাজ সংস্কারক । আজ যে শিশু দোলনায় দোল খায় জীবনের ক্রমধারায় সেই এক সময়ে তরুণ বয়সে পদার্পণ করে । তরুণ তথা  যৌবনে পদার্পণ করার পর তার দায়িত্ব নিতে হয় পরিবারের , আশেপাশের মানুষের , সমাজের , দেশ ও জাতির । যেকোনো দেশ ও জাতির উন্নয়ন নির্ভর করে তার তরুণ সমাজের উপর । তরুণ সমাজ যদি বেখেয়ালিপনায় লিপ্ত হয়ে যায় তাহলে সেই সমাজের , সেই রাষ্ট্রের ভবিষ্যৎ চরম হুমকির মুখে পড়ে । তরুণ সমাজ হলো যেকোনো জাতির আশার আলো , প্রেরণার বাতিঘর । একটি ঘুণে ধরা নষ্ট সমাজকে আলোর পথে আনতে পারে এই ডানপিটে তরুণ সমাজ । নোংরামি আর অশ্লীলতায় ভরা সমাজ ব্যবস্থাকে পাল্টে দিতে পারে তরুণ সমাজ । 
বক্ষমান গ্রন্থটিতে আদর্শ সমাজ গঠনে তরুণদের ভূমিকা অন্তত সুন্দর , সাবলীল ভাষায় তুলে ধরা হয়েছে । লেখক বক্ষমান গ্রন্থটিতে যে গুরুত্বপূর্ণ বিষয় গুলো তুলে ধরেছেন তা হলো —
১/মনের কথা বলিতে ব্যাকুল 
২/ কেন এই ক্ষুদ্র আয়োজন?
৩/ আদর্শ সমাজ গঠনে তরুণদের ভূমিকা 
৪/ যুবসমাজের অবক্ষয়: কারণ ও প্রতিকার 
৫/ অপসংস্কৃতির বিষাক্ত ছোবলে আমাদের যুবসমাজ 
৬/ প্রযুক্তির ফাঁদে আমাদের তরুণেরা 
৪৮ পৃষ্ঠার ছোট্ট কিউট সাইজের একটি বই । অথচ এর আলোচনা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্য বহুল । সকল তরুণদের জন্য অবশ্য পাঠ্য । 
তরুণরা ইচ্ছে করলেই তাগুতি সমাজ ভেঙে ইসলামি সমাজ বিনির্মাণ করতে পারে । কাজেই তরুণ সমাজের কাছে প্রত্যাশা , আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে ঈমানী চেতনা নিয়ে আরো নির্ভিকভাগে এগিয়ে আসুন । 
—————————————————–
  • বই : আদর্শ সমাজ গঠনে তরুণদের ভূমিকা 
  • লেখক : সাকী মাহবুব 
  • প্রকাশনায় : দি পাথফাইন্ডার পাবলিকেশন্স 
  • প্রকাশক : সুলতানা আখতার 
  • মুদ্রিত মূল্য : ৯০৳
  • পৃষ্ঠা সংখ্যা : ৪৮
  • বাইন্ডিং :পেপারব্যাক 
  • রিভিউ + ফটোগ্রাফি : ফিরোজা আয়াত ।
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?