- বইঃ আত্মবোধের পথে
- লেখকঃ মহসীন দেওয়ান লিটন
- ধরনঃ আত্ম উন্নয়ন মূলক
- প্রকাশনীঃ কিংবদন্তী পাবলিকেশন
ইগো, অহংকার, রাগ এসবের মধ্যে আমরা বন্দি। অথচ সবার ভেতরেই একটা
শিশুসুলভ মন আছে। যে মিশতে চায়। মিলে মিশে থাকতে চায়। কম্প্রোমাইজ
করতে চায়। কারণ এই পৃথিবীতে আমরা অনেক একা। বড়ো একা।
তারা ভরা রাতে ছাদে শুয়ে নিরিবিলি আকাশের দিকে তাকালে বুঝা যায় কত
ছোটো আমাদের পৃথিবী। তার মাঝে কত কত ক্ষুদ্র আমরা।
ওই দিন আমার বন্ধু কালাম খুব হাই-থট একটা কথা বলল। ওর কথাটা আমাকে
অনেক্ষণ ভাবিয়েছে।
বলল, তোর হাতের মোবাইলটার মালিক তুই, মানে এই মোবাইলটা তোর কিন্তু
মোবাইলটা কিন্তু তুই না। তেমনি এটা তোর হাত কিন্তু হাতটা তুই না। তোর
হাতটা কেটে ফেলেও তুই বেঁচে থাকবি। এই পা, মাথা সব কিছুই তোর কিন্তু
কোনোটাই তুই না। তাহলে তুই কে? হু আর ইউ? হয়ার আর ইউ?
আমি কিছুক্ষণ টাসকি খেয়ে ছিলাম। আসলেইতো আমি কে? আমার পরিচয় কী?
আমার দেহের ভেতর তন্ন তন্ন করে খুঁজে কোথাও আমাকে পাইনি। তার মানে
জিন ভুত মানুষের উপর যেভাবে ভর করে আমরাও এই দেহটার মধ্যে ভর করে
আছি। ব্রেন আমাদের শরীরকে নিয়ন্ত্রন করে। আর ব্রেনকে নিয়ন্ত্রণ করি আমরা।
কিন্তু আমি কে? কোথায় আমি? আমার পরিচয় কী? লিটনতো আমার দেহটার
নাম। তাহলে আমার নাম কি?
আপনার জীবনের মানে এটা নয় যে, আপনি যা চাইবেন তাই আপনার জীবনে ঠিকঠাক মত করতে হবে। জীবন মানে তো সেটাই যা কিছুই ঘটুক না কেন, পরিস্থিতি বুঝে নিজেকে সামলে নিতে হবে।
জীবন খুব সহজ ও সুন্দর। জীবন এর চূড়ান্ত সৌন্দর্য মৃত্যুতে অনেকে মৃত্যুকে ভয় পাই, কিংবা মরে যেতে হবে সেটা জেনেও গুরুত্ব হারাই! যা অর্জিত হয়নি কিংবা স্মৃতিপটে নেই, তা নিয়ে এত ভয় কেন?
জন্ম মৃত্যুর মধ্যখানে যেটা আছে, সেটাই জীবন সেতু। এ জীবন বহু মানবের আহার, নিদ্রা, মৈথুনে বন্দি হয়ে গেছে। এসব প্রয়োজন কিন্তু জীবনের উপলব্ধি ও সত্যানন্দ হারিয়ে নয়।
সকলকে ভালোবাসা অফুরান।
উপরোক্ত অংশটি মহসীন দেওয়ান লিটন এর রচিত “আত্মবোধের পথে” বইটির অংশ। বইটি বাতিঘর (ঢাকা, চট্টগ্রাম, সিলেট), পাঠক সমাবেশ, রকমারি ডট কম সহ সকল অনলাইন বুকশপ এবং লাইব্রেরীতে পাওয়া যাচ্ছে। কিংবদন্তী পাবলিকেশন থেকেও সংগ্রহ করা যাবে।
কাউকে ঠিক ততটুকু ভালোবাসুন, যতটুকু ভালোবাসা প্রয়োজন। প্রয়োজনের চেয়ে বেশি ভালোবাসা পেয়ে গেলে মানুষ সেটাকে মূল্য দিতে ভুলে যায়। একসময় অযত্ন আর অবহেলায় সেই ভালোবাসাটাকে মানুষ নষ্ট করে ফেলে। আপনি যদি ভাবেন আপনি অনেক বেশি ভালোবাসলে সেই মানুষটাও আপনাকে আপনাকেও অনেক বেশি ভালোবাসবে, তাহলে আপনি ভুল ভেবেছেন। সেই মানুষটা আপনাকে আর আপনার ভালোবাসাটাকে সস্তা ভেবে দিনের পর দিন তার মতো করে অবহেলা করে যাবে। আপনি তাকে যতবার বোঝাতে যাবেন আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন, সে ঠিক ততবারই আপনাকে অবহেলা কিংবা আঘাত করে যাবে।
আপনি যদি তাকে বোঝাতে চান, তার সাথে কথা না বলে থাকতে আপনার কষ্ট হয়,তাহলে দেখবেন কোনো একদিন সে আপনার সাথে কথা বলা বন্ধ করে দিবে। আপনাকে প্রচণ্ড কষ্ট দিবে।
উপরোক্ত অংশটি মহসীন দেওয়ান লিটন এর রচিত “আত্মবোধের পথে” বইটির অংশ। বইটি বাতিঘর (ঢাকা, চট্টগ্রাম, সিলেট), পাঠক সমাবেশ, রকমারি ডট কম সহ সকল অনলাইন বুকশপ এবং লাইব্রেরীতে পাওয়া যাচ্ছে। কিংবদন্তী পাবলিকেশন থেকেও সংগ্রহ করা যাবে।