December 11, 2023

অমানুষ – হুমায়ূন আহমেদ

 

বই – অমানুষ
লেখক- হুমায়ূন আহমেদ

গল্পের পটভূমিকা ইতালীতে। কাহিনী গড়ে উঠেছে বারো বছর বয়সী দেবশিশুর মতো সুন্দরী বালিকা অ্যানি আর তার বডিগার্ড জামশেদ কে ঘিরে।

ইতালীতে তখন উচ্চবিত্ত পরিবারের বাচ্চাদের অপহরণ করা হচ্ছে মুক্তিপণ লাভের আশায়। ভয়ে অ্যানির স্কুল যাওয়া বন্ধ করে দেওয়া হয় পরিবার থেকে। অ্যানির বিলাসিতাপ্রবণ মা রুনের ইচ্ছা মেয়েকে সুইজারল্যান্ডের স্কুলে পড়াবেন। কিন্তু অ্যানির বাবা ভিকির বর্তমান আর্থিক পরিস্থিতি তার উপযুক্ত নয়।

নানান তর্কাতর্কি, মান-অভিমানের পর অবশেষে ঠিক হলো অ্যানি ইতালির স্কুলেই যাবে, কিন্তু সাথে একজন বডিগার্ডও থাকবে। মূলত রুনই বডিগার্ড চেয়েছিল, তবে শেষের দিকে এসে রুনের তাকে মোটেও ভালো লাগতো না। অন্যদিকে অল্প টাকায় যেমন তেমন গোছের নামকাওয়াস্তে একজন লোক চাওয়া হলেও জামশেদ নামের লোকটি যে যেমন-তেমন কেউ নয় তা বোঝা গেলো অচিরেই।

ভিকির সিল্কের ব্যবসা আরো খারাপ হতে শুরু করলো। নিজের আর্থিক অবস্থা ফেরাতে জঘন্য এক সিদ্ধান্ত নিলো ভিকি। মাতাল অবস্থায় নিজের কপাল পোড়ানোর পথে হাঁটলো নিজেই। তাতে মদদদাতা হিসেবে রইলো রুনের গোপন প্রেমিক তথা সৎভাই এতরা।
কিন্তু যে পরিকল্পনা নিয়ে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল সেটা ভেস্তে গেলো মাঝপথে, সাথে মারাত্মক করুন পরিনতি নেমে এলো ভিকির পরিবারে।

কি এমন সিদ্ধান্ত নিলো ভিকি যার জেরে সে নিজেই নিঃস্ব হয়ে পড়লো? আপাত-শান্ত একজন মানুষ অশান্ত হয়ে উঠলো প্রতিশোধের নেশায়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *