বই : অনার্য দেব পিডিএফ| রিভিউ | PDF Download
অনার্য দেব পিডিএফ : আলী ওয়াহাব সৌহার্দ্য
এলিয়েন এক ভাষার কম্বিনেশন সমৃদ্ধ এই অদ্ভুত যন্ত্রে আছে হাজার হাজার বছরের লুকোনো ইতিহাস। ধর্ম, পূরাণ, সিম্বোলজি, মিথলজি, ইতিহাস, ভূরাজনীতি, এমনকি বিশ্বের ভবিষ্যত সুন্দরভাবে সাজানো আছে এই স্ক্রিপ্টেক্সে। জায়েদ আরাফাত সাহায্য নিতে হাজির হলেন এমন একজনের কাছে যিনি পৃথিবীর কাছে মৃত।
প্রফেসর ইমেরিটাস দিপেশ কুমার বিশ্বাস। সংক্ষেপে ডিকেবি। ইতিহাস, নৃবিজ্ঞান, সিম্বোলিজম, তূলনামূলক ধর্মতত্ত্ব, ভাষাতত্ত্ব সহ আরো বহু বিষয়ের উপর ব্যাপক জ্ঞানী একজন “জীবন্ত এনসাইক্লোপেডিয়া”। বাংলাদেশের সাহিত্যের নক্ষত্র আহমদ ছফার সমসাময়িক এই পন্ডিত ব্যক্তির সাহায্য ছাড়া রহস্যের উন্মোচন অসম্ভব।
জায়েদ এবং ডিকেবি প্রথম থেকেই একদম দৌড়ের উপর থাকেন ঐ রহস্যময় স্ক্রিপ্টেক্সের কারণে। দু’জনে দেশের টপ ফিউজিটিভে পরিণত হন। মিস্ট্রি সলভ করতে তারা পাড়ি জমান ভারতে।
তরুন এবং প্রবীনের এই যুগলবন্দি বেরিয়ে পড়েন এমন এক অ্যাডভেঞ্চারে যার পরতে পরতে জড়িয়ে আছে হাজার বছরের রহস্য। দু’জন টেনিসবলের মত বিভিন্ন প্লেয়ারের কোর্টে ঘুরে বেড়াতে থাকেন। পিছন থেকে স্ট্রিং নাড়াচ্ছে দেশী-বিদেশী বিভিন্ন গুপ্তসঙ্ঘ। গ্যাংস্টার, ভারতের গোয়েন্দা সংস্থা, পাকিস্থানে ওঁত পেতে থাকা উগ্রপন্থী, এবং আরো অনেকের লন টেনিস কোর্টে ঘুরপাক খেতে থাকেন জায়েদ এবং দিপেশ।
টানটান উত্তেজনাপূর্ণ এই গল্পে ভারতীয় উপমহাদেশের আজকের এবং সহস্র বছরের জিওপলিটিক্স সাবলীলভাবে চলে এসেছে। ঐ স্ক্রিপ্টেক্সের বিভিন্ন ধাঁধা তাদের পৃথিবীর বিভিন্ন কোণে নিয়ে যায়। প্রচন্ড ভয় এবং বিস্ময়ের সাথে তারা আবিস্কার করতে থাকেন এক একটি অপ্রত্যাশিত সত্যকে। পারবেন কি তারা ১৭০ কোটি মানুষের প্রাণ রক্ষা করতে? ভারতীয় উপমহাদেশে যে বিভিন্ন বৈষম্য এবং চরম ডানপন্থার উত্থানের সময়ে এই ডায়নামিক ডুয়োকে মুখোমুখি হতে হবে সবচেয়ে কঠিন পরীক্ষার।
প্রায় ছয়শ পৃষ্ঠার এই বইয়ের মধ্য দিয়ে সচেতন পাঠক বিভিন্ন রহস্যের উন্মোচন, থ্রিলার, সাসপেন্স, জ্ঞানের বিভিন্ন শাখার সাথে প্রতিনিয়ত ধাক্কা খেয়ে এগুতে থাকবেন। ড্যান ব্রাউনের বই যাদের পছন্দ তাদের জন্যে তো এই বই একটি “পেইজ টার্নার”। যারা ব্রাউন সাহেবের লিখা তেমন পছন্দ করেননা তাদেরও ভালো লাগতে পারে। একবার তো কেন জানি আমার মনে হয়েছে যেন আহমদ ছফা এবং তাঁর গুরু আব্দুর রাজ্জাক অভিযানে বেরিয়েছেন।
লেখক আলী ওয়াহাব সৌহার্দ্য এক প্রায় অমানষিক কার্য সম্পাদন করেছেন। তার বহুমাত্রিক প্রতিভার ছটা এই গ্রন্থের পুরোটা জুড়ে ছড়িয়ে আছে। এত তথ্য, কোডিং-ডিকোডিং, ভাষাতত্ত্ব, ইতিহাস, মিথলজি, আমাদের দেশের এবং বিদেশের সমসাময়িক এবং ঐতিহাসিক বিভিন্ন চরিত্রের এরকম সাবলীল মিথষ্ক্রিয়া এক উপন্যাসে নিয়ে এনেছেন তিনি। ব্যাপক গবেষণা, পরিশ্রম এবং একইসাথে স্টোরিলাইন যেন ঝুলে না পড়ে সেদিকে সুন্দর খেয়াল রেখেছেন তিনি। এই বছর আমার পড়া সেরা বইগুলোর একটি বলা যায়।
বইয়ের ভিতরের বিভিন্ন ইলাস্ট্রেশন সুন্দর। লেখকের স্টোরিটেলিং চমৎকার। জায়েদ এবং আরাফাতকে বাচানোর জন্যে ছুটে আসে অনেকেই। আবার অনেকে ভান করে রক্ষাকর্তা সাজার। এক্স লেফটেনেন্ট আবু তাহের খালেদের চরিত্রটি যেভাবে পাশে থাকার চেষ্টা করেছে। এমনকি সমতলের দ্বারা নির্যাতিত জনগোষ্ঠির সাহায্য নিয়েও, তা গল্পে এক দারুন ডাইমেনশন নিয়ে এসেছে।
এক ভয়ানক বিপর্যয়ের প্রফেসি করে গেছেন স্বয়ং হযরত মুহাম্মদ (সঃ)। পদার্থবিদ জায়েদ এবং নৃবিজ্ঞানের প্রফেসর ইমেরিটাস এক আসন্ন ক্যাওসের ঠিক কেন্দ্রবিন্দুতে থেকে যাচ্ছেন।
পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টিম সুপার সেভেন কার পক্ষ নিবে? তাদের থেকে ব্যাটার সাহায্যকারী কি কেউ আছে?
সহস্র বছর ধরে উদ্ভাবন, উন্নয়ন, এবং নির্মম রহস্য নিয়ে পর্দার পিছন থেকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট রোল প্লে করে যাচ্ছেন এক রহস্যপুরুষ। অনার্যদেব। Download PDF Anarjo Deb Boi