November 30, 2023

স্বপ্ন-সুখের দাম্পত্য – শাইখ মুহাম্মাদ ইউনুস আবদুস সাত্তার

বইটিতে আমি বেশ কিছু বিস্ময়কর গল্পের অবতারণা করেছি, যে গল্পগুলোতে আপনি খুঁজে পাবেন অসংখ্য শিক্ষণীয় বিষয়, অভিজ্ঞতা ও উপকারী উপদেশ। কিছু আদর্শ মানুষের পারিবারিক অবস্থা ও দাম্পত্য-রসায়নের অভিজ্ঞতা তুলে ধরে সেইসব বিষয়ের প্রতি পাঠকদের উদ্বুদ্ধ করাই মূলত এই দুর্লভ ঘটনাগুলো উল্লেখের কারণ। কেননা, কুরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন—

তাদেরকে বিভিন্ন ঘটনা শোনাও, তাহলে তারা বিবেচনা করতে পারবে।


কেননা, গল্পের মধ্যে বিভিন্ন সতর্কবাণী ও সংবাদ থাকে; থাকে বিভিন্ন উপদেশ ও বিশ্লেষণ। এছাড়া অনেক গল্পে বর্ণনা পাওয়া যায় বিধি-বিধান ও যোগ্যতার পরিচয়ের। গল্পের ভেতর দিয়েই অর্জিত হতে পারে হরেকরকম শিক্ষা ও অভিজ্ঞতা। অর্জিত হতে পারে সভ্যতা ও শিষ্টাচারের পরিচয়।
স্বপ্ন সুখের দাম্পত্য
  • লেখক : শাইখ মুহাম্মাদ ইউনুস আবদুস সাত্তার
  • প্রকাশনী : দারুল ইলম
  • বিষয় : পরিবার ও সামাজিক জীবন
  • প্রচ্ছদ মূল্য : ৪০০/-
  • পৃষ্ঠা : ২৫৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *