3 thoughts on ““হিসনুল মুসলিম “বই কোন প্রকাশনীরটা ভালো হবে?”
হিসনুল মুসলিম- যিকর, দো‘আ, চিকিৎসা এই বইটি সংগ্রহ করতে চাচ্ছেন? তাহলে সবুজপত্র পাবলিকেশন্স এর থেকে নিতে পারেন যেটি এখন ওয়াফিলাইফ ও রকমারি ডট কম এ পাবেন।
Green Apps Foundation এর তৈরীকৃত ‘হিসনুল মুসলিম’ নামে চমৎকার একটি অ্যাপস রয়েছে আপনি যদি এন্ড্রয়েড ফোনের ইউজার হয়ে থাকেন তাহলে এই অ্যাপটি ব্যবহার করলে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ।
দৈনন্দিন জীবনের প্রতিটি কাজের শুরু ও শেষে নবিজি বিভিন্ন দুআ পড়তেন। নবিজির মুখ-নিঃসৃত এসব দুআ আল্লাহর নিকটও অনেক প্রিয়। নবিজির দুআগুলোতে আল্লাহর মহত্ত্ব নিজের ক্ষুদ্রত্ব এবং আল্লাহর সাহায্যের আকাঙ্ক্ষা অসম্ভব ব্যগ্রতায় বাঙ্ময় হয়ে উঠেছে। আল্লাহর কাছে নিজেদের প্রয়োজন তুলে ধরতে নবিজির মাকবুল দুআগুলো হতে পারে আমাদের সর্বোত্তম অবলম্বন।
হাদিসে বর্ণিত বিশুদ্ধ দুআগুলো একসাথে ওঠে এসেছে এই বইয়ে। সর্বদা হাতের কাছে রাখার মতো দরকারি একটি বই এটি। যেসব দুআ আমাদের দৈনন্দিন জীবনে সবচে বেশি ব্যবহৃত, এই বইয়ে সেগুলো বিশেষভাবে স্থান পেয়েছে। এই দুআগুলোর পাঠ ও চর্চার মধ্য দিয়ে আমাদের জীবন আরো বিনীত নিবেদিত এবং মার্জিত হয়ে উঠবে, ইনশাআল্লাহ।
হিসনুল মুসলিম- যিকর, দো‘আ, চিকিৎসা এই বইটি সংগ্রহ করতে চাচ্ছেন? তাহলে সবুজপত্র পাবলিকেশন্স এর থেকে নিতে পারেন যেটি এখন ওয়াফিলাইফ ও রকমারি ডট কম এ পাবেন।
Green Apps Foundation এর তৈরীকৃত ‘হিসনুল মুসলিম’ নামে চমৎকার একটি অ্যাপস রয়েছে আপনি যদি এন্ড্রয়েড ফোনের ইউজার হয়ে থাকেন তাহলে এই অ্যাপটি ব্যবহার করলে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ।
দৈনন্দিন জীবনের প্রতিটি কাজের শুরু ও শেষে নবিজি বিভিন্ন দুআ পড়তেন। নবিজির মুখ-নিঃসৃত এসব দুআ আল্লাহর নিকটও অনেক প্রিয়। নবিজির দুআগুলোতে আল্লাহর মহত্ত্ব নিজের ক্ষুদ্রত্ব এবং আল্লাহর সাহায্যের আকাঙ্ক্ষা অসম্ভব ব্যগ্রতায় বাঙ্ময় হয়ে উঠেছে। আল্লাহর কাছে নিজেদের প্রয়োজন তুলে ধরতে নবিজির মাকবুল দুআগুলো হতে পারে আমাদের সর্বোত্তম অবলম্বন।
হাদিসে বর্ণিত বিশুদ্ধ দুআগুলো একসাথে ওঠে এসেছে এই বইয়ে। সর্বদা হাতের কাছে রাখার মতো দরকারি একটি বই এটি। যেসব দুআ আমাদের দৈনন্দিন জীবনে সবচে বেশি ব্যবহৃত, এই বইয়ে সেগুলো বিশেষভাবে স্থান পেয়েছে। এই দুআগুলোর পাঠ ও চর্চার মধ্য দিয়ে আমাদের জীবন আরো বিনীত নিবেদিত এবং মার্জিত হয়ে উঠবে, ইনশাআল্লাহ।
বই:হিসনুল মুসলিম
লেখক : সাঈদ ইবনে আলী আল কাহতানী
প্রকাশক: সমকালীন প্রকাশন