বই : আধুনিক প্রাচ্যবাদের কবলে মুসলিম নারীসমাজ
লেখক : হাসসান বিন সাবিত
প্রকাশনা : সিজদাহ পাবলিকেশন
মুদ্রিত মূল্য: ২৩০ টাকা
সমাচার বুক শপ
কোনো বিবেকবান ব্যক্তি এই ধারণা করতে পারে না যে, নারীরা কর্মের জন্য ঘর থেকে বের হলেই দেশের পুরো জনশক্তি জাতীয় সম্পদ বৃদ্ধিতে একযোগে তৎপর থাকবে।এই ধারণা সম্পূর্ণ ভুল। বর্তমান সময় অধিকাংশ যুবক ও পুরুষ বেকার ঘুরছে। তাদের কেউ কেউ পরিপূর্ণ বেকার, কেউ কেউ আবার তার যোগ্যতার সাথে উপযোগী কর্মক্ষেত্র খুঁজে পাচ্ছে না।এই বাস্তবতা বোঝার জন্য কোনো পরিসংখ্যানের প্রয়োজন নেই।খালি চোখেই বিবেকবানরা এই সত্য প্রত্যক্ষ করতে পারবে।কর্মের ময়দানটা স্বভাবজাতভাবে পুরুষদের এক্টিভিটি প্লেস। যখন থেকেই এখানে নারীরা এসে ভীড় করছে,তখন থেকেই পুরুষদের মধ্যে বেকারত্ব অধিক হারে বৃদ্ধি পাচ্ছে। সাথে সাথে পারিবারিক ও নারী সংক্রান্ত সমস্যাগুলো ও ভয়াবহ রূপ নিচ্ছে।