আমি জীবনেও সাদাত হোসাইন ভাইয়ের বই পড়িনি। এইটাই প্রথম। শুনেছি তাকে নাকি বাংলাদেশের বর্তমান হুমায়ন আহমেদ বলা হয়। আর লেখনীতে নাকি হুমায়ূন আহমেদের প্রভাব স্পষ্ট। যেহেতু আমি তার একটা বইও পড়ি নি তাই আমার সেই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই। এমনকি ...Read more
আমি জীবনেও সাদাত হোসাইন ভাইয়ের বই পড়িনি। এইটাই প্রথম। শুনেছি তাকে নাকি বাংলাদেশের বর্তমান হুমায়ন আহমেদ বলা হয়। আর লেখনীতে নাকি হুমায়ূন আহমেদের প্রভাব স্পষ্ট। যেহেতু আমি তার একটা বইও পড়ি নি তাই আমার সেই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই। এমনকি ইন্ডিয়াতে তিনি নাকি তুমুলভাবে জনপ্রিয়। বিশেষ করে এই বইমেলায় প্রকাশিত তাঁর গ্রন্থ ❝প্রিয়তম অসুখ সে❞ বইটা নাকি বেশ প্রশংসা পেয়েছিল। একদমই শূন্য এক্সপেক্টেশন দিয়ে পড়া শুরু করলাম। আরেকটা কথা সবগুলো বইয়ের দামই প্রায় ৭০০ থেকে ৮০০। আমি বইটা কিনেছি ৪০০ টাকা দিয়ে। যদি বইটা পড়ে খুব একটা ভালো না লাগে তাহলে কেঁদে আর কুল পাওয়া যাবেনা। কারণ আমি স্টুডেন্ট মানুষ আমার কাছে ৪০০ টাকা অনেক। তারপরও দেখা যাক তার রচনায় হুমায়ূন আহমেদের প্রভাব কতটা।
#আড্ডা_পোস্ট
Read less
My Favourite Author Sadat Hossin
My Favourite Author Sadat Hossin
See less