boi:- Rater Adhare Provur Shannidhe (রাতের আধাঁরে প্রভুর সান্নিধ্যে)

বইঃ রাতের আধাঁরে প্রভুর সান্নিধ্যে
লেখকঃ শাইখ সাঈদ ইবনে আলী আল কাহতানি
অনুবাদঃ আব্দুল আহাদ তাওহীদ 
প্রকাশনীঃ আয়ান প্রকাশন
মুদ্রিত মূল্যঃ ২৪০/-
পৃষ্ঠাঃ ১৪৪
বাইন্ডিং- পেপারব্যাক
লিখেছেঃ মোহাম্মদ এমদাদুল্লাহ তাহফিম( review all credit)
____________________________________________
boi:- Rater Adhare Provur Shannidhe (রাতের আধাঁরে প্রভুর সান্নিধ্যে)

রাতের আধাঁর সময়টা এমন, যখন চারদিকে নিস্তব্ধতা বিরাজ করে।  অন্ধকারে আচ্ছন্ন রাতে কিছু মানুষ প্রবৃত্তির দাসত্বের শৃঙ্খলে ফেঁসে যায়, আর কিছু মানুষ খুঁজে ফিরে সান্নিধ্যের আশা। সেই সান্নিধ্য মহান রব্বে কারীমের। রাতের সেই আধাঁরে নির্ঘুম রজনী কাটায় কেবল মহান রবের স্তুতি প্রশংসায় আর আত্নসমালোচনায়। ঠিক যে কাজটির জন্যে আল্লাহ তা’য়ালা সর্বকালের শ্রেষ্ঠ মানবকে আদেশ করেছিলেন, ‘হে চাদর আবৃত’ সম্বোধন করে। রাসুল স. গোটা জীবন সে আদেশের প্রতিফলন দেখিয়েছেন, নিজের ‘পা মোবারাক’ ফুলে ফেঁপে উঠলেও মহান আল্লাহর সে আদেশে কোনরুপ ত্রুটি করেন নি।  
সেই নবীর উম্মত আমরা। নসীবে সর্বশ্রেষ্ঠ উম্মতের তকমা জুটলেও কাজে কর্মে তার নেই বিন্দুমাত্র প্রতিফলন।  রাত্রি জাগরণের প্রকৃত উসুল-আদব ও উদ্দ্যেশ্য আমরাও ভুলে রাত্রি জাগরণ করি নিছক নফসানী শক্তির কবলে রুহানিয়্যাত বিসর্জন দিতে। রাত্রি জাগরণের প্রকৃতি, গুরুত্ব, মাহাত্ত্ব কেমন ছিল, আদব-ই বা কেমন সেটা জানা নেই আমাদের অনেকের। সেই প্রয়োজন ও যুগ-চাহিদার প্রতি সজাগ দৃষ্টি রেখে “আয়ান প্রকাশনীর” শ্রমলব্ধ প্রচেষ্টা ‘রাতের আধাঁরে প্রভুর সান্নিধ্যে’ বইটি। 
___________________________
এক নজরে,
বইঃ রাতের আধাঁরে প্রভুর সান্নিধ্যে
লেখকঃ শাইখ সাঈদ ইবনে আলী আল কাওতানি
অনুবাদঃ আব্দুল আহাদ তাওহীদ 
প্রকাশনীঃ আয়ান প্রকাশন
মুদ্রিত মূল্যঃ ২৪০/-
পৃষ্ঠাঃ ১৪৪
বাইন্ডিং- পেপারব্যাক
___________________________
সরবরাহকৃত ও উন্মুক্ত সংক্ষিপ্ত পিডিএফ থেকে বইটি সম্পর্কে সম্যক ধারণা লাভ করা যায়।  সুচিপত্রের দিকে মনোনিবেশ করলে বইটি তিনটি পরিচ্ছেদের আলোকে কতগুলো গুরুত্বপূর্ণ পাঠের সন্নিবেশিত রুপ। বক্ষ্যমাণ এ গ্রন্থটিতে বিষদভাবে আলোচনা করা হয়েছে তাহাজ্জুদ সালাতের মাহাত্ত্ব ও গুরুত্ব, রাত্রি জাগরণের ফযীলত ও আদব। এচাহড়াও রয়েছে তারাবি সালাতের গুরুত্ব ও শ্রেষ্ঠত্ব, রাকাত বিভ্রাট নিরসনের প্রয়াশ, জামাতে আদায় করার বৈধতা নিয়ে আলোচনা। পাশাপাশি পাঠকবোদ্ধাদের সুবিধার জন্য কুরআন সুন্নাহর দলিলের আলোকে বিতিরের সালাতের আহকাম, গুরুত্ব, রাকাত সংখ্যা, দু’আ কুনুত নিয়ে বিস্তারিত আলোচনা। 
একটি বই সুখপাঠ্য হয়ে পাঠকের হৃদয়কে আলোড়িত করতে কয়েকটি বিষয় ধর্তব্য হয়ে দাঁড়ায় এবং উক্ত বিষয়গুলো বইটিকে সর্বসাকুল্যে পাঠকের কাছে গ্রহনযোগ্য করে তুলে।
● লেখকের পরিচয়
● বিশ্বস্ত প্রকাশনী 
● বইয়ের আলোচ্য বিষয়বস্তু 
● দৃষ্টিনন্দন পৃষ্ঠাসজ্জা ও বাইন্ডিং 
● সামঞ্জস্যপূর্ণ মলাট ।
প্রসিদ্ধ প্রকাশনী “আয়ান প্রকাশন” থেকে প্রকাশিত ‘শাইখ সাঈদ ইবনে আলী আল কাহতানি’ এর লিখা ‘কিয়ামুল লাইল’ বইটির অনুবাদ ‘রাতের আধাঁরে প্রভুর সান্নিধ্যে’ বইটির সংক্ষিপ্ত অংশ থেকেই ধারণা পাওয়া যায় মূলভাব অক্ষুণ্ণ রেখে সাবলীল বর্ণনায় লেখকের দক্ষ প্রকাশভঙ্গী সম্পর্কে।
প্রচ্ছদের নান্দনিকতায় রুচিশীলতার পরিচয়, পৃষ্ঠাসজ্জা ও বাইন্ডিং সব মিলিয়ে চমৎকার একটি বই হতে যাচ্ছে “রাতের আধাঁরে প্রভুর সান্নিধ্যে”।
আশা করা যায়,বইটির মাধ্যমে পাঠক খুঁজে পাবেন এক শুভ্র সকালের। যে সকালের সুর্যকিরণে আধাঁরে মিলিয়ে যাবে সকল  বিদ্বেষ ও ত্রুটির গোলযোগপূর্ণ প্রচলিত বাক্যালাপ । আর ফিরে পাবেন বিশ্বাস, ভালবাসা ও ভক্তির সাথে কুরআন-সুন্নাহর আলোকে ‘রাতের আধাঁরে’ প্রভুর সান্নিধ্যে নিজেকে নিয়োজিত রেখে মহান প্রভুর সন্তুষ্টি হাসিলের যথোপযুক্ত দিক-নির্দেশিকা। 
_______________________
লিখেছেঃ মোহাম্মদ এমদাদুল্লাহ তাহফিম
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?