বই- অডিশন
লেখক- রিউ মুরাকামি
অনুবাদক- ওয়াসি আহমেদ ও ইশরাক অর্ণব
রিউ মুরাকামীর সাথে পরিচয় আমার ‘ইন দ্য মিসু স্যুপ’ দিয়ে৷ বরাবর আমার ডার্ক বই ভালো লাগে। মিসু স্যুপ ও ভালো লেগেছিল। তা থেকে অডিশন কেনা। চল্লিশোর্ধ্ব একজন বিপত্নীক নির্মাতা আর তার চব্বিশ বছরের প্রেমিকা নিয়ে কাহিনি আবর্তিত। গল্পের মূলে আওইয়ামা আর ইয়ামাসাকি আসামি। স্ত্রী বিয়োগের অর্ধযুগ পর আওইয়ামা সিদ্ধান্ত নেয় নতুন স্ত্রী নিবে। কিন্তু মনমতো স্ত্রী পাওয়া তো সহজ কাজ নই। খুজে বের করতে হয়। বন্ধুর পরামর্শে আয়োজন করে এক অডিশনের। এবং সেই অডিশনে আসা আসামির প্রেমে পড়ে যায় আওইয়ামা। প্রেম অন্ধ্যের পর্যায়ে চলে যায়। নানান মানুষ নানান কথা বলে আসামিকে নিয়ে৷ কিন্তু পাত্তা দেয় না আওইয়ামা। আর এটাই তার কাল হয়ে দাঁড়ায়।
আমার কাছে বইটা বেশ প্রেডিক্টেবল লেগেছে। এতটা টানেনি। তবে গল্প বলার ধরণ সাবলীল। তাই একটানে পড়তে পেরেছি। পাথরে ফুল ফুটানোর মতো অবস্থা। রিউ মুরাকামী ভায়োলেন্সেও ভালোবাসা দেখিয়েছে। অনুবাদ যথেষ্ট সাবলীল। পড়তে গিয়ে একটুও সমস্যা হয়নি।
Leave a comment