December 11, 2023

A Silent Patient – Alex Michaelides | Bangla Anubad

Alex Michaelides এর প্রথম উপন্যাস। প্রকাশিত হয় ২০১৯ সালে। প্রকাশিত হওয়ার পরই সে বছরের Goodreads Choice Awards Best Mystery & Thriller পুরস্কার জিতে নেয় বইটি।

বলতে গেলে দারুন একটা টুইস্ট দিয়ে বইটি শেষ হয় কেমন একটু রবার্ট ব্লচের “সাইকো টু” কিংবা Dennis Lehane এর “Shutter Island” এর কথা মনে হয়। টুইস্ট পর্যন্ত নিয়ে যাওয়ার আগে বেশ কিছু চরিত্রদের মধ্যকার মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আর সম্পর্কের টানাপোড়েন এবং বিভিন্ন ছোটখাটো খটকার গোলকধাঁধায় লেখক পাঠককে ঘোরাতে থাকেন। খুব যত্ন আর প্রয়োজনীয় সময় নিয়ে লেখক কাহিনীকাঠামো তৈরী করেন যার কারনে প্রথম অর্ধেকে প্রচুর মনস্তাত্ত্বিক আলাপ চলতে থাকে। তাই প্রথমে ধরা যায় না আসলে এতো আলোচনা চলছে কেন কেমন একটু একঘেয়েমি বোধ হয়। পরের অর্ধেকে এসে ব্যাপারটা পরিষ্কার হতে থাকে।

 

শুরুতেই আমরা Alicia Berenson বলে একজন চিত্রশিল্পীর সাথে পরিচিত হই যিনি স্বামীকে খুনের অপরাধে অভিযুক্ত এবং দীর্ঘ ছয় বছর যাবত স্বামী মারা যাবার পর কোনো কথা বলেননি।

 

বইটি উত্তম পুরুষে লেখা। এলিয়াসিয়ার সাইকোথেরাপিস্ট Theo এর বয়ানে কাহিনী এগোতে থাকে। পড়তে গিয়ে বোঝা যায় কথক কোনো একটা কারনে এলিসিয়ার প্রতি কৌতুহলী।

 

সহজ ইংরেজিতে লেখা তাই দেড় দিনে শেষ করতে পেরেছি। বাহুল্য তেমন কিছু চোখে পড়েনি। গতানুগতিক নয় কিন্তু যথেষ্ট ভালো। খুব চিন্তা-ভাবনা করে লেখা। লেখক মানুষের শৈশবের গুরুত্ব তুলে ধরেছেন বার বার। যার শৈশব যত সুন্দর, স্বাভাবিক তার এবং তার আশপাশের সবার জীবনে একটা নিশ্চয়তা তৈরী হয়। অধিকাংশ ক্ষেত্রে শিশুদের সুন্দর ভবিষ্যৎ নির্ভর করে বাবা-মার উপর। শৈশবের যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনার প্রভাব সারাজীবনব্যাপী চলতে থাকে। পুরো বইটিতে নিরবতা বা ‘Silence’ এর বিভিন্ন ধরনের তাৎপর্য দেখানো হয়েছে। মনুষ্যসমাজে নিরবতা পালনের নানা কারন থাকে কখনো নিরবতাই একমাত্র উত্তর হয়ে দাঁড়ায়।

ভালো কিছু কথা-বার্তাঃ

1. “Double infidelity isn’t the most attractive or auspicious start to a relationship, particularly as we were introduced to each other by our then partners”

 

2.”Alicia is a silent siren, my boy, luring us to the rocks, where we dash our therapeutic ambition to pieces.”

 

3. “Choosing a lover is a lot like choosing a therapist”

 

4. “One of the hardest things to admit is that we weren’t loved when we needed it most.”

 

5. “Love that doesn’t include honesty doesn’t deserve to be called love.”

 

6. “A leading psychiatrist in the field of sexual abuse once told me she had, in thirty years of extensive work with pedophiles, never met one who hadn’t himself been abused as a child.”

Credit 💕 Maliha Tabassum Momo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *