হুজুর হয়ে হাসো কেন? বইয়ের রিভিউ
শত্রুকে ঘায়েল করার অন্যতম মাধ্যম হলো হাস্যরস। এই বইতে হাস্যরসের মাধ্যমে সেকুলারিজম, ফেমিনিজম, ওয়েস্টার্ন কালচার, বিদআত ইত্যাদি মতবাদ ও চিন্তাধারার অসারতাকে তুলে ধরা হয়েছে। যারা প্রাক্টিসিং মুসলিম এবং এসমস্ত ভ্রান্ত-বাতিলের বিরোধীতায় মেতে থাকেন তারা বইটি পড়ে দারুন মজা পাবেন।
বইয়ে কোথাও হাসিমজার মাধ্যমে তুলে ধরা হয়েছে এ যুগের কঠিন বাস্তবতা। গল্পের চরিত্রগুলোর কথোপকথনের মাধ্যমে দেওয়া হয়েছে ছোট ছোট মেসেজ। এমনি কি বইয়ের নামের মাঝেও রয়েছে একটি অসাধারণ বার্তা।
হুজুরদেরকে প্রায়ই কোনো মুবাহ কাজ করতে দেখলে কেউ কেউ বলে ওঠে, ‘হুজুর হয়ে এটা করো কেন? ওটা করো কেন?’
এজন্য পাঠকের হাসির কথা ভেবেই এই বইয়ের নাম দেওয়া হয়েছে, ‘হুজুর হয়ে হাসো কেন?’