বইয়ের নাম : স্মৃতিকথায় বাংলার মুসলিম সমাজ (১৯১১-১৯৪০)
লেখক : এ এস এম বোরহান উদ্দীন
প্রকাশক : বাংলা একাডেমি
প্রকাশকাল : ২০১৬
পৃষ্ঠা সংখ্যা : ৩০০
বিক্রয় মূল্য : ৩৮০/-
১৯১১ থেকে ১৯৪০ খ্রিষ্টাব্দ সময়কালটি বাংলার মুসলিম সমাজের একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। এ সময় বাংলার মুসলিম সম্প্রদায় আত্মপরিচয় অনুসন্ধানের পাশাপাশি স্বীয় সমাজের জাগরণে সক্রিয় হয়ে ওঠে। শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি ও সামজিক ক্ষেত্রে ইতোপূর্বে অনগ্রসর সংখ্যাগুরু মুসলমান সমাজের নেতৃত্বে পরিবর্তন সূচিত হয়। শিক্ষিত মধ্যবিত্ত নেতৃত্ব সমাজের দায়িত্ব নেয়া শুরু করে। এর ফলে বাংলার সাধারণ মুসলিম সমাজে আধুনিকতা প্রবেশের সুযোগ ঘটে। শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণির এসব তরুণরা নিজেদের অভিজ্ঞতা তাঁদের আত্মজীবনী, আত্মচরিত, আত্মকথা ও স্মৃতিকথায় বিবৃত করেছেন। যা ব্যক্তিজীবন, পরিবার, বন্ধুবৃত্ত, শিক্ষকমণ্ডলী, পরিপার্শ ইত্যাদি ছাপিয়ে পৌঁছে গেছে বৃহত্তর সামাজিক পরিমণ্ডলে। যার কল্যাণে ফুটে উঠেছে সময় ও সমাজের বিবর্তনের ক্রমধারা। একটি পশ্চাদপদ রক্ষণশীল সমাজ কাঠামো কীভাবে আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছিল তা স্মৃতিকথায় উৎসারিত তথ্যাদি ব্যবহার করে দেখানো হয়েছে এ গ্রন্থে। উনিশ শতকের শেষার্ধ থেকে বিশ শতকের প্রথমার্ধ পর্যন্ত যাঁদের জীবনকাল বিস্তৃত তাঁদের স্মৃতিকথাগুলো সমকালীন ঐতিহাসিক উপাদানের নিরিখে উপজীব্য করা হয়েছে এ গ্রন্থে। গ্রন্থটি বাংলা ভাষা ও সাহিত্য, ইতিহাস ও সমাজবিজ্ঞানের ছাত্র-শিক্ষক, গবেষক, অনুসন্ধিৎসু পাঠক সমাজের সহায়ক হবে।
Leave a comment