October 4, 2023

সোনালি-দুঃখ – সুনীল গঙ্গোপাধ্যায়

বইঃ সোনালি-দুঃখ
লেখকঃ সুনীল গঙ্গোপাধ্যায়

অন্ধকারে সবচেয়ে সে ক্ষরণ ভালো_
যে প্রেম জ্ঞান থেকে পেয়েছে গভিরভাবে আলো।
(জীবনানন্দ

এই বইতে প্রেম আলোর চেয়ে অন্ধকারই পেয়েছে বেশী। গল্পে “সোনালী” ও “দুঃখ (ত্রিস্তান)” ভেঙেছে সকল দহন বাধারন। এই প্রেম মৃত্যুকে তুচ্ছ করে তুলেছে। এই প্রেম শ্বাশ্বত নক্ষত্রের মতো অসম দৃঢ়। তাদের ভালোবাসা উপেক্ষা করেছে; দুরত্ব, সময় এবং সম্পর্ক।
এই প্রেমের আলিঙ্গনে সকল পার্থিবতা দহে।
এই প্রেম জীবনের পথচলায় থাকে_
তবু তা জীবনেরও অবগাহে।

গল্পে প্রেমের কোনো কিছুই অব্যক্ত হয়নি। এখানে সবই স্পষ্ট হয়েছে। মিলন-বিচ্ছেদ, অভিমান, সংকল্প সবকিছুরই জায়গা হয়েছে এই গল্পে। সবশেষে প্রস্থানও হয়েছে আলিঙ্গনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *