বুক রিভিউ
বইয়ের নাম- সে ও নর্তকী
লেখক- হুমায়ুন আহমেদ
দাম-১৪০৳
সংগ্রহ – ধী – dhee
কিশোরী বয়সের মেয়েদের মন হয় প্রচন্ড অস্থির। শরীরের একটা আমূল পরিবর্তন তারা মানিয়ে নিতে গিয়ে বার বার নিজেকে সম্মুখীন করে নানা বির্পযয়ে।এই বির্পযয়গুলো তারা খুবই আবেগের সাথে গ্রহন করে।জীবনের কোন একটা সময় গিয়ে চরম আপসোস করলেও নিজের ভুলে জন্য, কিন্তু ভুল করার সময় তাদের কাছে থাকে নানা লজিক।আমরা নিজের ভুলের উপরও লজিক দিতে পছন্দ করি কারণ নিজের ভুলকে ভুল মনে হয় না।শারীরিক পরিবর্তনের এই মানসিক অবস্থা কেমন হয় তা রবি ঠাকুরের ছুটি গল্পটি পড়লে বোঝা পড়া সহজ হয়ে যাবে।হুমায়ুন আহমেদের নবনী গল্প পড়ার পর আমি কিছুদিন নীরব ছিলাম।সেখানে আমি আমার কিছু ভুলকে এক সাহিত্য রূপে পেয়েছি। সে ও নর্তকী গল্পটিও তাই।একজন হুমায়ুন আহমেদ দ্বারা বোধহয় সম্ভব এত সুন্দর সাবলীল ভাবে জীবনের চরম সত্যি গুলো ফুটিয়ে তোলা।
স্বাতী ও লিলি দুজন বন্ধু। দুজন মানুষ দুই মেরুর,তাদের জীবন যাপন,আপসোস,পারিপার্শ্বিক অবস্থান কত আলাদা।তবুও দুজন মানুষের কোথাও একটা মিল আছে।হাসনাত সাহেব শিল্পী তবুও তার গুন দিয়ে প্রিয় মানুষকে ধরে রাখতে পারেনি। আর মাতৃত্বহীন একটা শিশু সবার কাছের মাকে খুজে ফিরে এটাই নির্মমতা।বাবা মেয়ের আত্মিক সম্পর্কের এক সুন্দর চিত্রকর্মও এখানে ফুটে উঠেছে।
এই চার জন মানুষ কে নিয়ে সাজানো সে ও নর্তকী।জীবনের রসায়ন বড়ই জটিল।একজন মেয়ে তার বুকে লুকিয়ে রাখে জীবনের চরম অপমান,না পাওয়া আর গ্লানি।অথচ বিষয়টি কেউ কেনদিন বুঝতে পারেনা।
বইটি সুন্দর। সহজ স্বাভাবিক কাহিনি হলেও বই শেষে নিজেকে নাড়িয়ে দিবে।আর হুমায়ুন আহমেদের লেখায় এটা নতুন কিছু নয়।
Leave a comment