আসসালামু আলাইকুম!
আলহামদুলিল্লাহ!
অবশেষে আমিও “সুন্দর জীবন” বইটি পড়া সমাপ্ত করলাম।
বই রিভিউঃ ১.০০
নামঃ সুন্দর জীবন।
লেখকঃ Jobayer Ahmed মিতা🥰
“সুন্দর জীবন” আসলে এই বইয়ের নামটা যেমন সুন্দর তার ভেতরের লিখা গুলোও অনেক সুন্দর। একটা মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি পদক্ষেপ এমন ভাবে সাজিয়ে তুলেছে কেউ যদি বইটি না পড়ে কখনো বোঝতে পাড়বেন না। এই যেনো মানুষের জীবনের একটা রুটিন। বইটি আমার কাছে অনেকদিন আগেই সংগ্রহ ছিলো ব্যাক্তিগত এতো ব্যাস্ত ছিলাম অর্ধেক পড়ে রেখে দিয়েছিলাম। গতকাল যখন পড়া শুরু করলাম বিশ্বাস করবেন না যতক্ষন না পুরু বই পড়া শেষ হয়েছে ততক্ষণ আমি উঠি নাই। আলহামদুলিল্লাহ! এই বই থেকে আমি ব্যাক্তিগত অনেক শিক্ষা গ্রহণ করেছি। কয়েকটা মানুষের প্রতিভার কথা সে উল্লেখ করেছে অবিশ্বাস্য। বর্তমান যুগের সেরা ইসলামিক চিন্তাধারা লেখক আরিফ আজাদ স্যার, জাফর বিপি স্যার সহ যারা আছেন তাদের পরে আমি ব্যাক্তিগত ভাবে তাকেই আনবো। বর্তমান যুব সমাজ কে বইটি পড়ার জন্য আমি অনুরোধ করবো।
এতো কম বয়সে আমাদের কুমিল্লার সন্তান এমন একটি বই সারা দেশে আলোড়ন ফেলবে তা আসলেই গর্বের বিষয়। দোয়া করি আল্লাহ তার কলমে বারাকাহ দান করুক আমিন। আরো বেশি দ্বীনের খেদমত করার তৈফিক দান করুক, আমিন।
বই থেকে কিছু শিক্ষাঃ
১) অনেক জানা অজানা হাদিস আছে।
২) প্রয়োজনীয় অনেক গুলো দোয়া আছে।
৩) বিভিন্ন পয়েন্টে বোঝানোর জন্য কোরআন এর আয়াত উল্লেখ আছে।
৪) জীবন পরিবর্তনের অনেক সহজ টিপস আছে।
৫) পৃথিবী সেরা ব্যাক্তিদের কে নিয়ে প্রতিভাবন লিখা আছে।
৬) প্রতিটি ধাপ বোঝানোর জন্য খুব সুন্দর উদাহরণ দেওয়া আছে।
৭) পৃথিবী সেরা ব্যাক্তিদের উক্তি।
তার কিছু উক্তি আমার কাছে খুব ভালো লেগেছে।
১) Never stop follow rules of islam.
2) আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখাই, আমি স্বপ্নের চাবি, স্বপ্ন দেখতে ভালোবাসি।
৩) স্বপ্ন যদি হয় আকাশ ছোঁয়া, তবে তুমি তা অর্জন করতে পাড়বে। শুধু প্রয়োজন সঠিক পথ আর কঠোর পরিশ্রম
৪) স্বপ্নের আকাশ ছুতে প্রয়োজন কঠোর পরিশ্রম। ইত্যাদি।
আমার ব্যাক্তিগত কিছু মতামত, ভাই মিতা এই কলম যেনো বন্ধ না হয়, দ্বীনের খেদমতে আরো সামনে এগিয়ে যেতে হবে ইসলাম কে সবার অন্তরে জায়গা করে নিতে হবে। ইসলাম যে শান্তির ধর্ম সেটা সবার মাজে ছড়িয়ে দিতে হবে, এই কলমের কালি দিয়ে বইয়ের পৃষ্টার মাধমে।
শুভকামনা রইলো নতুন কিছুই অপেক্ষায়। 🥰🖤