October 4, 2023

সাইক্লোন – মুহম্মদ জাফর ইকবাল

বই: সাইক্লোন
সাইক্লোন মুলত মুহম্মদ জাফর ইকবাল স্যারের একটি কিশোর উপন্যাস। এই উপন্যাসের মুল চরিত্র বিজলি এবং খোকন। পৃথিবীর এক মধুর সম্পর্কের নাম ভাই -বোন।ভাই বোনের মধুর সম্পর্ক নিয়ে লেখা হয়েছে সাইক্লোন।
বিজলি আর খোকন ছোট কাজলডাঙা চরে বসবাস করতো।তাদের পরিবার অসচ্ছল হওয়া সত্তেও তাদের কোন দূঃখ ছিলো না।বিজলির সবকিছু ছিলো খোকন নিয়ে।কিন্তুু হঠাৎ একদিন আসে বিপদ।যারিনা নামক এক সাইক্লোন একরাতে সব উলট পালট করে দেয়।মারা যায় বিজলি-খোকনের মা,বাবাসহ চরের সবাই।বেচে থাকে শুধু তারা দুই ভাই বোন।
তারপর তাদের উদ্ধার করতে আসে হ্যাপিচাইল্ড অর্গানাইজেশন।অর্গানাইজেশনটি দুই ভাই বোনকে একসাথে রাখবে বলে প্রতিশ্রুতি দিলেও তাদের আলাদা ভাবে রাখা হয়।এখানেই দিশেহারা হয়ে পড়ে বিজলি আর খোকন।পরবর্তীতে অর্গানাইজেশনটি বিজলি না জানিয়ে খোকনকে বিক্রি দেয় এক সন্তানহারা দম্পতির কাছে। বলা হয় খোকনের কোন ভাই বোন নেই।খোকন কে না পেয়ে পরে বিজলি বাধায় কান্ড।এতে তাকে কারাগারে পাঠানো হয়,কারাগার থেকে নানা কৌশলে পালিয়ে বিজলি খোকনের খোজ করতে থাকে।এখানেই শুরু হয় আসল সংগ্রাম,রাস্তায় বই বিক্রি করে,রাতের বেলায় খেলা যায়গায় শুয়ে থেকে জীবন যাপন করে ও খোকনকে খুজতে থাকে। এতো বড়ো ঢাকা শহরে অনেক স্কুলে স্কুলে খুজতে থাকে তার ভাইকে।অনেক খোজাখুজির পর অবশেষে বিজলি তার ভাই খোকনে খুজে পাই।
এই কিশোর উপন্যাসটির ইতিবাচক দিক হলো জীবন যুদ্ধে হার মেনে না নেওয়া,পরিশ্রম ও সুফল কিছু কিছু পরোপকারিতা ইত্যাদি বিষয় যেকোন ব্যাক্তিকে আশাবাদী করে তুলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *