বইয়ের নামঃসন্ধ্যাহীন
লেখক ঃ আশীব ফেরদৌস অংকন
প্রকৃতি ঃথ্রিলার
রেটিং পরে দিবো।আগে রিভিউ দেই।
পুলিশ অফিসার আশরাফ খালেদ পেশায় পুলিশ হলেও ইংরেজি সাহিত্যের ছাত্র হওয়ায় পেশার আলোকে তার গোয়েন্দা সাহিত্যের প্রতি বিশেষ অনুরাগ কাজ করতো।শার্লক হোমস,ফেলুদা বা ব্যোমকেশ হওয়ার সুযোগ না পেলেও কর্মজীবনে ওয়াটসন, তোপসে,অজিত হতে পেরেছিলো।আর তার জীবনের গোয়েন্দাটির characteristics গল্পে পড়া গোয়েন্দাদের মতো না একদমই।একই ধাঁচে ফেলার সুযোগ নেই।পৃথিবীর প্রথম নিকোটিন বিহীন গোয়েন্দা।
তারা একসাথে ৩টা কেস সলভ করে।প্রতিটি কেস সলভের পরের যে lesson গুলো আপনাকে প্রভাবিত করতে বাধ্য।সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো একটা থ্রিলার বইয়ে যে এরকম life lesson একই সাথে ধর্মীয় মাহাত্ম্যতার সাথে বাস্তবতার জ্ঞান থাকতে পারে বইটি না পড়লে কখনোই বুঝবেন না।জীবনকে নতুন আঙ্গিকে ভাবতে শেখাবে আপনাকে।আমি আর স্পয়লার দিবোনা।নিজেই পড়ে দেখুন😇।আশা করি ভালো লাগবে।
আর এত তরুণ লেখকের এরকম প্রফেশনাল লেভেলের বই নিঃসন্দেহে প্রশংসনীয়। বইটি আমার ২য় বার পড়া তবু এতটুকু বোর হইনি কোথাও।
পারসোনাল রেটিং ঃ৯/১০
সন্ধ্যাহীন – আশীব ফেরদৌস অংকন

Leave a comment