নামঃরূপকথন
লেখকঃবন্যা হোসেন
মূল্যঃ৪৫০টাকা
বাহারউদ্দিন আদর করে মেয়ের নাম রেখেছিলেন রূপকথা।কিন্তু মা জাহিদার কাছে সে অপয়া,দাসীবাদীর মতো।জীবনে সংগ্রাম করে নিজের অবস্থা বদলেছে।রূপকথা অংক বোঝে না। কিন্তু অংকের সুত্র ধরে বদমাশদের শায়েস্তা করতে পারে।জীবনে এক ফোটা ও মায়ের ভালবাসা পায় নি।কিন্তু শায়লার মতো খালা আর রোরিং লাইট,তূর্যের মতো ভাল বন্ধু পেয়েছে।পেয়েছে হাজারো অসহায় নারীর ভালবাসা।
বইটা পড়ে নিজের মধ্যে কিছু একটা করার মতো তীব্র ইচ্ছা জন্মেছে।রূপকথা একটা মেয়ে হয়ে এতকিছু করতে পারলে আমরা কেন পারব না।এককথায় অসাধারণ একটা বই।
অসংখ্য ধন্যবাদ Sadia Shila আপুকে এত সুন্দর একটা বই পড়ার সুযোগ করে দেওয়ার জন্য।
আর অবিরাম ভালবাসা #বইবৃক্ষ-বগুড়া-শাখা কে❤️
