December 11, 2023

রাশা – মুহাম্মদ জাফর ইকবাল

বইয়ের নাম : রাশা
লেখক : মুহাম্মদ জাফর ইকবাল
বইয়ের ধরণ : কিশোর উপন্যাস
প্রকাশনা : তাম্রলিপি
১ম প্রকাশ : ফেব্রুয়ারি, ২০১০

উপন্যাসটির মূল চরিত্র রাইসা নামের একটি মেয়ে,যে খুব তুচ্ছ ঘটনার কারণে নিজের নাম রাইসা থেকে রাশাতে রূপান্তরিত করে নেয়। বাবা-মায়ের ডিভোর্সের পর রাশাকে জীবনের চরম সব বাস্তবতার সম্মুখীন হতে হয়। “রাশা জানে এটা দুঃস্বপ্ন নয় এটা সত্যি, তাই সম্পূর্ণ অপরিচিত এক ধরণের দুঃখ, হতাশা আর আতঙ্কে বুকের ভেতরটা অসাড় হয়ে আছে।” – এভাবেই বইটিতে রাশার মানসিক পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

সম্পূর্ণ শহুরে পরিবেশে বেড়ে ওঠা একটা মেয়ে কিভাবে গ্রামীণ জীবন ও মানসিকভাবে বিপর্যস্ত নানীর সাথে নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করে তা ছিল উপন্যাসটির আকর্ষণীয় একটি দিক।শহরে বেড়ে ওঠা রাশা প্রকৃতির সান্নিধ্যে নিজেকে নতুনভাবে উপলব্ধি করতে পারে।

উপন্যাসটিতে অনেকগুলো শিক্ষণীয় বিষয় একসাথে উঠে এসেছে; আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার পরিবেশ, বাল্যবিবাহ, গ্রামীণ কুসংস্কার, প্রভাবশালী ব্যক্তির দৌরাত্ম্য, অসাম্প্রদায়িকতা, বিজ্ঞানচেতনা, দেশপ্রেম- এসব বিষয় বর্ণিত হয়েছে রাশা চরিত্রকে কেন্দ্র করে।

“এই দেশের এরকম তিরিশ লক্ষ মানুষ আছে। তাদের তিরিশ লক্ষ দুঃখ। এত দুঃখ এদেশের মাটি কেমন করে সইতে পারল?” – উপন্যাসটির শুরুর মতো শেষটাও এমন অসাধারণভাবে হয়েছে, যা পাঠকের হৃদয় স্পর্শ করে যায়। উপন্যাসটির এত সহজ ভাষায় লেখা হয়েছে, যা পড়ার জন্য আপনাকে সাহিত্য প্রেমিক হওয়ার প্রয়োজন নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *