মেঘমানবী
আর এই যে আমি;
নিজেকে শাপশাপান্ত করে তোমাকে নিয়ে হারাতে চাই নীহারিকায়
বিবশ বিকেলগুলো তোমার অপেক্ষায় থাকি
তোমাকে না ছুঁয়েও ছুঁতে চাই প্রাণান্ত,
অনাদি অসীম বিস্ময়ে তোমার চোখে আর্দ্র তাকিয়ে থাকি
এর নাম কি ভালবাসা নয়?
মেঘ মানবী বইয়ের একটা কবিতার অংশ।।
প্রত্যেকটা কবিতার লাইন এত গভীর!!
একবার গভীরতায় ডুবলে অতলে যে কেউ হারাতে বাধ্য।
একবার বই নিয়ে বসলে প্রত্যেকটা কবিতার লাইন বইয়ের শেষ পর্যন্ত নিয়ে যাবে।।।
এত মুগ্ধতা লেখায়।।।।
কিছু কিছু লাইন পড়ে মনে হয়েছে শুধু আমার জন্যই লেখা।
লেখকের জন্য অনেক শুভকামনা রইল।
সামনে নতুন বইয়ের অপেক্ষায় 😌
বিঃদ্রঃ আমারও সাইনাসের সমস্যা আছে☹️😔
In Frame:Jorna Jui
Leave a comment