বেশ কিছুদিন আগের কথা। বৃটিশরা তখন প্রাণের ভয়ে ক্ষমতা ছাড়তে উদ্ধৃত হয়ে উঠেছে। অন্যদিকে নেহেরু, জিন্নাহ, মহাত্মা গান্ধী প্রমুখ কংগ্রেস আর মুসলিম লীগের নেতারা জনগণের বিশ্বস্ততা হারাচ্ছে। বিভেধটা তখন হিন্দু-মুসলিম নিয়েই। শিক্ষিত জনগণই বা তখন আর কয়জন। এই বাংলায় নেই বললেই চলে।
গল্পটা বাংলার উত্তর-পশ্চিমাঞ্চলে বহমান “বাঙালি নদী”-র পারের মুনশিদের নিয়ে। জাতে তারা লাঠিয়াল। নদীর পার ও চরের ক্ষমতা তাদেরই হাতে। তাদের জীবনের অন্যতম অধ্যায়ই হচ্ছে ক্ষমতা দখল। সম্ভ্রান্ত না হলেও অসভ্য নয় তারা। কেউ কেউ শিক্ষিত হয়েছেন ভারতের দেওবন্দ মাদ্রাসায়।
বইটিতে একটা জীবনবোধের উপস্থিতি আছে। সাধারণ সমান্তরাল জীবন নয়। প্রেম, শোক, বিচ্ছেদ, বিশ্বাস, আবেগ। সুখ তেমন একটা নেই। ইতিহাসের এক বিদর্ভ লগ্নের বর্ণনা বলে বোধ হবে।
বইটির সবচাইতে উপভোগ্য অংশ হচ্ছে উত্তরবঙ্গের আঞ্চলিক ভাষা। নাটকের সংলাপের মতোই অনেকটা জায়গা রয়েছে ভাষার।
বইঃ মুনশি কহন
লেখকঃ হোসনে আরা মুনশি
প্রকাশনাঃ সরলরেখা প্রকাশনী
মুল্যঃ ৩৬০ টাকা
Leave a comment