বুক_রিভিউ
বইয়ের নামঃ-মা
লেখকঃ-আনিসুল হক
প্রকাশনীঃ- সময় প্রকাশনী।
ফটোক্রেডিটঃ-ইন্টারনেট
বইটি একজন দুঃখিনী মায়ের সত্য কাহিনী। আনিসুল হকের মা বইটিকে আমার তার লেখা শ্রষ্ঠ উপন্যাস বলে মনে হয়। উপন্যাসটির নাম মা হলেও বইটি আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে লেখা। সত্য কিছু ঘটনা নিয়ে এই উপন্যাস। মা কেমন মা কি এগুলোর বর্ননায় আমি যাব না। মাকে নিয়ে লেখার কিছুই নেই। শুধু এতটুকু বলতে পারি, আমার কিশোরি মা, আমার যুবতি মা, আমার বৃদ্ধা মা তোমাকে অনেক ভালবাসি। মাতৃস্নেহের কাছে সব কিছু তুচ্ছ। উপন্যাসটিতে আমি নতুন করে পরিচিত হয়েছি একজন মায়ের সাথে। যার নাম শহীদ আজাদের মা। এই ভদ্রমহিলা মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন মারা গেলে কবরে যেন তার নাম লিখা না হয়। লিখতে হবে শহীদ আজাদের মা। তার ইচ্ছে অনুযায়ি তাই লিখা হয়। মায়ের ভালবাসার হাজার হাজার উদাহরন সারা বিশ্বে ছড়িয়ে আছে। সন্তান জন্ম দেয়া থেকে সন্তান বড় হওয়া পর্যন্ত মায়েদের যে যন্ত্রনা এবং কষ্টের ভিতর দিয়ে যেতে হয় তা মোটামুটি সব দেশেই কমন। মুক্তিযুদ্ধ আরাম্ভ হলে আজাদ যুদ্ধে চলে যায়। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে এসে আজাদ ধরা পড়ে পাকিস্থানিদের কাছে। আজাদের মা জেনেছিলেন পাকিস্থানিরা তার ছেলেকে মেঝেতে শোয়ায় এবং তাকে ভাত খেতে দেয় না। দেশ স্বাধিন হওয়ার পরে মা যতদিন বেঁচে ছিলেন, কখনো খাটে শোননি। মেঝেতে শুয়েছেন। শুকনো রুটি খেয়েছেন। ভাত মুখে দেন নি। কারন আজাদকে পাকিস্তানিরা এই অবস্থায় রেখেছিল। আমার মনে হয় এমন মায়ের সন্তান হতে হলে অনেক পুণ্য করতে হয়। আজাদ অতি ভাগ্যবান একজন ছেলে।
নামঃ-সরাফাত জামিল
কৃষি ডিপ্লোমা (৬ষ্ঠ পর্ব)
কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট, আড়াইহাজার, নারায়ণগঞ্জ
Leave a comment