বই : মার্ডার অ্যানালাইসিস
লেখন : মোহাম্মদ সহিদুল ইসলাম রাজন
প্রকাশনী : বই বাজার
মুল্য : ৩০০ ৳
আমি বইটি মনোযোগ সহকারে পড়ার চেস্টা করেছি, ২ দিন লেগেছে শেষ করতে অনেকেই একদিনেই শেষ করতে পারবেন।
বইটির নামের সাথে খুন খুন গন্ধ আছে তাই না? হ্যা গল্পটি মূলত একজন সিরিয়াল কিলারকে নিয়ে লেখা যিনি একজন থ্রিলার লেখক নাম শ্রাবণ। শ্রাবনের বাবা ছিলেন একজন সৎ এবং নীতিবান লোক, রাজনৈতিক কিছু লোক তাকে অপমান করে সেটা শ্রাবণ বুঝেছিল পরে,একদিন তার বাবার হঠাৎ রোড এক্সিডেন্টে মারা যায় কিন্তু সেটা ছিল পরিকল্পিত খুন । মা প্যারালাইজড হয়ে পড়ে এইভাবেই শুরু গল্পটা;
শ্রবণ একা হয়ে পড়ে অনইচ্ছুক ভাবে একদিন তার হাতেই খাজের খালা খুন হয়ে যায়! তারপর সেই লাশ সারতে গিয়ে মাথায় আসে লাশ টুকরা টুকরা করে কাটা এবং শ্রাবণ দেখে এই কাজ করতে তারপর খুব ই ভালো লাগছে সে আনন্দ পাচ্ছে তারপর সে হয়ে যায় সিরিয়াল কিলার। তারপর একের পর এক খুন করতে থাকে শ্রাবণের কারো সুখ সহ্য হতো না কারন সে ছিল অসুখি ছিল বাবা-মারা গেল,নিজের বউ পুষ্পা পরকীয়া প্রেমে মজে ছিল সিরিয়াল কিলারা এমন ই হয় খুন করা তাদের নেশা।
গল্পের কিছু চরিত্রের নামঃ শ্রাবণ, পুষ্পা,রিফাত,নীলিমা, কাজের খালা,রফিক মামা,মা-বাবা,সোহেল,তৃষা,বাশার,ছোট খালা ইত্যাদি।
শ্রাবণ জানতো তার স্ত্রী পুষ্পা পরকীয়া প্রেমিক বাশারের সাথে তাকে রেখে পালিয়েছে! কিন্তু তার একদিন ছোট খালার বাসায় গিয়ে একটি ডায়েরী পেয়ে যায় সেখানে অন্য রকম এক রহস্যের উন্মোচন হয়ে গেল। শেষে এসে শ্রাবণের হাতেই খুন হয় তার সবচেয়ে কাছের মানুষটি।
যারা থ্রিলার প্রেমিক এবং সিরিয়াল কিলার টাইপের বই পড়তে পছন্দ করেন তাদের জন্য বইটি ভালো লাগবে আশা করি।
বইয়ের প্রথম এবং শেষ দিক আমার চমৎকার লেগেছে। কিন্তু মাঝখানের কিছু অংশ খাপছাড়া
ভালো লাগেনি।
ব্যাক্তিগত রেটিংঃ- ৭.১/১০