সাদাত ভায়ের মানবজনম
সুন্দর ছিলো বইটা অনেক কিছু শেখার আছে
সব থেকে বড় যে শিক্ষা সেটা হলো বাবা কখনো খারাপ হয় না। সবার কাছে খারাপ থাকা মানুষটিও তার সন্তানদের আগলে রাখে। সবাই যে মানুষের চোখ দেখে ভয় পাই সেই মানুষটিরও চোখ দেখে ভয় পাই না সন্তান। দ্যাট্স হোয়ায় ? এটা সন্তানের ভালোবাসা ভাই।‘পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে, কিন্তু খারাপ বাবা একটাও নেই’ -এই উক্তির আদলেই যেন গড়া! ভয়াবহ বিকৃত চরিত্রের এক মানুষ ও ভীষন ই স্নেহপরায়ণ এক পিতার। যার অলৌকিক ক্ষমতায় তিনি নিজেই মাঝে মাঝে অবাক হয়ে যান। তবে সবকিছুরই শুরু আছে শেষ হয়ে যায়। এটা হতে পারে আব্দুল ফকিরের মতো নির্মমভাবেও!!!….
ভালোবাসা অনেক প্রকার এটাও এই বই থেকেই শিখলাম। আগে যানতাম না… এই যে একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে …. আবার তার ছেলে বন্ধুকেও ভালোবাসে.. আবার বাবা মা তার সন্তান কে ভালোবাসে আবার সন্তানও তার বাবা মাকে ভালোবাসে। এই সব গুলোই কিন্তু ভালো বাসা তবে এই ভালোবাসার চাওয়াপাওয়া কিন্তু এক একজনের কাছে ভিন্ন… অল্পতেই আসা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি…
একটা বন্ধু তার অন্য বন্ধুকে কিভাবে রেসপেক্ট করা উচিতেএটাও খুব ভালো ভাবে শিখিয়েছে সাদাত ভাই।
নোটঃ খুব সম্ভবত এটা সাদাত ভাইয়া সিখাতে চাইনি তবে আমি বুঝতে পেরেছি এবং বেপার টা আমরা সবাই যানিও সঙ্গ দোষে লোহা ভাসে বেপার টা বই পরলেই বুঝবেন যদি সূক্ষ ভাবে খেয়াল করতে পারেন তাহলে…….
বইটা পরে দেখেতে পারেন আমার মতে যে যায়গা আমার বেশি ভালো লেগেছে সেই গুলো তুলে ধরেছি আরো ভালো কিছু আপনি খুজে বের করে ফেলতে পারেন…
(আমার বানান ভুল হয় কারন কম্পিউটার টাইপ করা শিখছি নতুন)
মোঃ যায়েদ হাসান। ঢাকা কলেজ,ঢাকা
