বুক রিভিউঃ-
বইঃ- মনের ভেতর কে?
লেখকঃ- জাবেদ রাসিন
প্রচ্ছদঃ-জাওয়াদ উল আলম
জনরাঃ- সাইকোলজিক্যাল থ্রিলার
প্রকাশনীঃ- ঈহা প্রকাশ
প্রথম প্রকাশঃ- ফেব্রুয়ারি,২০২২
পৃষ্ঠা সংখ্যাঃ- ২০৭
মুল্যঃ-৩৬০টাকা
ব্যাক্তিগত মতামতঃ-
পড়েছি লেখক জাবেদ রাসিন এর বই ❝মনের ভেতর কে?❞।
বইটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার। বইটি পড়া শুরু করার পর মনে হচ্ছিলো সাধারণ জীবনচরিত গল্পের মাঝ দিয়ে এগিয়ে চলেছে লেখা, সাইকোলজিক্যাল বিষয় নিয়ে লেখা হলেও গল্পের বেশ বড় একটি জায়গা জুড়ে স্থান করে ছিলো সমাজের কিছু কুৎসিত দিক, যেগুলো আমরা সব সময় নিজের চোখের সামনে দেখে থাকি কিন্তু উপলব্ধি করিনা খুব একটা। প্রথম দিকে একটু স্লো মনে হলেও তারপর পরই দারুণ ভাবে জমে উঠে গল্পটি।সাইকোলজিক্যাল বই হাতেগোনা কয়েকটা ছাড়া খুব বেশি পড়া হয়নি, তবে এই বইটি পড়া শুরু করার পর থেকে একবারের জন্যেও মনে হয়নি খুব কাটখোট্টা বা কটমটে কোন কিছু পড়ছি। একেবারে ঝরঝরে একটা লেখা ছিলো, প্রত্যেকটি বিষয় অসাধারণ ভাবে গল্পের মাধ্যমে লেখক বুঝিয়ে দিচ্ছিলেন। সেইদিক থেকে লেখককে সাধুবাদ জানাই। শেষ কথা হলো খুবই উপভোগ্য একটি বই ছিলো ❝মনে ভেতর কে?❞। লেখক চাইলো এটির সিকুয়েল আনতে পারেন, দারুণ হবে আশাকরি। আগ্রহীরা পড়ে ফেলতে পারেন বইটি, আশাকরি ভালো লাগবে। 🥰
Leave a comment