ভালোবাসি বলে
তোমার কাঁধে মাথা রেখে পড়ন্ত বিকেল
এখনো পার করা হয়নি,
তবু ভালোবাসি তোমায়।
হাতে হাত রেখে নদীর পাড়ে বসে,
পানির কলকল ধ্বনি
এখনও শোনা হয়নি,
তবু ভালোবাসি তোমায়।
চোখে চোখ রেখে তোমার ভালোবাসার গভীরতা
এখনও বুঝে ওঠা হয়নি,
তবু ভালোবাসি তোমায়।
তোমার পাশে বসে সমুদ্রের নোনা জলে পা,
এখনও ভেজানো হয়নি,
তবুও ভালোবাসি তোমায়।
তোমার বুকে মাথা রেখে
ঘুম পাড়ানি মাসি-পিসির গান,
এখনো শোনা হয়নি,
তবুও ভালোবাসি তোমায়।
তোমার পিঠে পিঠ রেখে
জোছনার স্নিগ্ধ আলোর পরশ,
এখনও পাওয়া হয়নি,
তবুও ভালোবাসি তোমায়।
তোমার রুক্ষ চুলের মুঠো ধরে কয়েক টুকরো চুল ছেঁড়ার পৈশাচিক আনন্দ,
এখনও উপভোগ করা হয়নি,
তবুও ভালোবাসি তোমায়।
তোমার শার্টের ঐ কলারে,
টান দিয়ে বোতাম আলগা করার মিছে আনন্দ,
এখনও বাকি রয়ে গেলো,
তবু ভালোবাসি তোমায়।
‘ওদিক তাকাও’ এই বলে
তোমার প্লেটের খাবার
সাবাড় করার মতো রাক্ষুসে— আনন্দ থেকে
এখনো বঞ্চিত,
তবুও ভালোবাসি তোমায়।
দিনশেষে তোমাকে না দেখেও এত খুনঁসুটি
এখনো করেই যাচ্ছি,
কারণ ভালোবাসি বলে।
-লাবনী
ভলান্টিয়ার কন্টেন্ট রাইটার
রাইটার্স ক্লাব বিডি
Leave a comment