সূর্যঢাকা সুবিশাল দেওয়ালে সাঁটানো প্রেমপ্রত্যাশীদের ইশতেহার। হরেক রঙয়ের পোস্টারের মাঝে খুলি খুলি করছে একটি গোলাপ-মুকুল। নির্বাক আবেদন তার ফেরানো কি যায়? ছন্দ-কাব্যহীন সেই গোলাপটির কী বিনীত আকুতি—প্রেমপিপাসায় কাতর আমি, মিটাও প্রেমের তিয়াশা। বিনিময়ে চাও যদি হাজারো অঙ্গীকার—আমার সবটুকু উজাড় করে অর্পিত হতে চাই কদমচুমে, তবু মিটাও, মিটাও..অক্ষর নয়, গোলাপের পাপড়ির মতো অস্বীকৃত ছন্দময়তায়ই যেন গড়ে ওঠা ‘ভালোবাসার ইশতেহার’। প্রেমের শহরে কোথাও বাকি নেই—সলজ্জ দীপ্ত আর্জি, বড্ড অসুখ আমার; ঢেলে দাও প্রেমের দাওয়াই, কতদিন আর কত পথ ধরে করে যাব ইনতেজার..
সাঁটিয়ে যাব অদেখা প্রেমের ইশতেহার।
ভালোবাসার ইশতেহার
লেখক : Rukaya Mabrura
প্রকাশনী : দারুল ইলম
বিষয় : ইসলামি বিবিধ বই
প্রচ্ছদ মূল্য : ১৮০/-
ছবি: Mukrima Sultana