থ্রিলার পড়া শুরু কিছুদিন আগে থেকে। ইতোমধ্যে চমৎকার সব বই পড়ছি৷ আজ শেষ করলাম মাইকেল কনেলির ব্লাড ওয়ার্ক। এক কথায় চমৎকার লেগেছে। এক সাবেক এফবিআই অ্যাজেন্ট, যে অবসরে জীবন পার করছে। হঠাত করে তার কাছে হাজির হয় এক মহিলা। বলে যে মেয়েটা তার প্রাণ বাচিঁয়েছে নিজের হার্ট দিয়ে, সে খুন হয়েছে। অনিচ্ছা সত্ত্বেও টেরি নেমে পড়ে তদন্তে। সাধারণ একটা ডাকাতি থেকে কেস ডালপালা মেলে বড় হতে থাকে। আসতে থাকে নানা বাধা বিপত্তি। পুলিশ-এফবিআইয়ের দ্বন্দ্বটাও স্পষ্ট।
সর্বোপরি, অনুবাদ যথেষ্ট ভালো হয়েছে৷ বইটাও অনেক ভালো। পোয়েট পড়েছি। পোয়েট থেকে ভালো লেগেছে। ব্লাড ওয়ার্ক।
Leave a comment