ব্র্যান্ড যেভাবে “ব্র্যান্ড” হয়ে ওঠে
.
যেকোনো কিছু কেনাকাটায় নির্ভরযোগ্যতার অপর নাম “ব্র্যান্ড”। ব্র্যান্ডের জিনিস হলে মানুষ খুশিমনে, নির্ভরতার সাথে চটপট সেটা কিনে ফেলে। বিশ্বাস আর সুনামের উপর গড়ে ওঠে বলে ব্র্যান্ডের পণ্য কিনতে ক্রেতা স্বাচ্ছন্দ্যবোধ করে থাকেন। কিন্তু এই ব্র্যান্ড গড়ে তোলার নিয়ম কী? কীভাবেই বা একটি ব্র্যান্ডকে ধারাবাহিকভাবে উন্নতির দিকে নিয়ে যেতে হয়?
.
এই প্রশ্নগুলোর উত্তরই উঠে এসেছে ব্র্যান্ড বিপণন কার্যক্রমে অভিজ্ঞ শাহরিয়ার আমিনের লেখা “রিটার্ন টু আবরাকাডাবরা” বইটিতে। ব্র্যান্ডিং এর বিশাল জগতে শাহরিয়ার আমিনের রয়েছে বৈচিত্র্যময় অভিজ্ঞতা। বড় বড় প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং নিয়ে কাজ করবার সুদীর্ঘ অভিজ্ঞতার ফসল এই বইটি। বইয়ে ব্র্যান্ড উন্নয়নের ব্যাপারে সঠিক ধারণা, সঠিক টার্গেট মার্কেট নির্বাচন এবং এই ডিজিটাল যুগে ব্র্যান্ডকে ক্রমাগত উন্নয়নের মধ্য দিয়ে কীভাবে লম্বা সময় টিকে থাকার জন্য তৈরি করা যায়—এরকম নানামুখী প্রাঞ্জল আলোচনায় সমৃদ্ধ একটি বই। একটি ব্র্যান্ড কীভাবে “ব্র্যান্ড” হয়ে ওঠে, কীভাবে ক্রেতার আস্থার জায়গাটি দখল করে নেয় তা জানতে এই বইটিকে আপনি বেছে নিতে পারেন নির্দ্বিধায়।
.
আধুনিক যুগের ব্র্যান্ডিং চ্যালেঞ্জ মোকাবেলায় বিপণন কর্মীদের জন্য এই বইটি হতে পারে সেরা একটি হাতিয়ার।
