বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সিলেবাস।
প্রথম পর্যায়ঃ
বাধ্যতামূলক শিক্ষা/ফরযে আইনের শিক্ষা
প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষা/ফরযে আইন শিক্ষা নামে অভিহিত করা হয়। এখানে তিনটি স্তর রয়েছে।
১ম স্তরঃ আল মারহালাতুল ইবতিদাইয়্যাহ : কওমী প্রাইমারী/প্রাথমিক বিদ্যালয়
(সরকারী প্রাইমারী ও ইবতিদাইয়্যার সমমান)
শিশু শ্রেণী হতে ৫ম শ্রেণী পর্যন্ত। মোট ৬ বছর।
২য় স্তরঃ আল মারহালাতুল মুতাওয়াসসিতাহ
(নিম্ন মাধ্যমিক সমমান)
৬ষ্ঠ শ্রেণী হতে ৮ম শ্রেণী পর্যন্ত। মোট ৩ বছর।
৩য় স্তরঃ মারহালাতুস সানাবিয়্যাহ আল আম্মাহ
(মাধ্যমিক স্তর ও দাখিল সমমান)
৯ম ও ১০ শ্রেণী। মোট ২ বছর। (কাফিয়া ও শরহেজামীর জমাআত)
দ্বিতীয় পর্যায়ঃ
উচ্চ স্তরের দ্বীনী শিক্ষা/ফরযে কিফায়ার দ্বীনী শিক্ষা
উচ্চ পর্যায়ের শিক্ষা এখানেও তিনটি স্তর রয়েছে।
১ম স্তরঃ আল মারহালাতুস সানাবিয়াহ আল উল্ইয়া
(উচ্চ মাধ্যমিক ও আলিম সমমান)
১ম বর্ষ ও ২য় বর্ষ, (একাদশ ও দ্বাদশ-শ্রেণী) দুই বছর।
(শরহে বিকায়া ও হিদায়া আউয়ালাইন-এর জামায়াত)
২য় স্তরঃ মারহালাতুল ফযীলাত
(স্নাতক ডিগ্রী ও ফাযিল সমমান)
১ম বর্ষ ও ২য় বর্ষ, (ত্রয়োদশ ও চতুর্দশ শ্রেণী) দুই বছর।
(তাফসীরে জালালাইন ও মিশকাত শরীফের জামাআত)
৩য় স্তরঃ আল মারহালাতুত তাকমীল (দাওরায়ে হাদীস)
(স্নাতকোত্তর ডিগ্রী/মাষ্টার্স ডিগ্রী ও কামেল সমমান)
১ম বর্ষঃ ১৫শ শ্রেণী ও ২য় বর্ষঃ ১৬শ শ্রেণী। মোট- দুই : বছর। দাওরায়ে হাদীস।
বি: দ্র:- উচ্চ পর্যায়ের শিক্ষাকে দু‘ভাগে ভাগ করা হয়েছে।
একঃ উচ্চ দ্বীনি শিক্ষা, দুই: বৈষয়িক শিক্ষা। এখানে উচ্চ দ্বীনি শিক্ষার কথা আলোচনা হয়েছে।
পাঠ্য তালিকা – শিশু শ্রেণী থেকে ৮ম শ্রেণী, সানুবিয়া আম্মাহ, সানুবিয়া উলইয়া, ফযীলত ও তাকমীল (মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক ও মাষ্টার ডিগ্রী)
পরম করুণাময় আল্লাহর লাখো কোটি শোকরিয়া। বেফাকের জন্মলগ্ন থেকে আমাদের লক্ষ ছিল ইসলামী আদর্শ ও মূল্যবোধের ভিত্তিতে প্রাইমারী ও নিম্ন মাধ্যমিক স্তরের যাবতীয় পাঠ্য পুস্তক প্রণয়ন ও প্রকাশ করে দেশের প্রতিটি মুসলিম শিশুর জিন্দেগী ইসলামের ছাঁচে গড়ে তোলার প্রয়াস চালানো।
দীর্ঘ দিনের লালিত স্বপ্ন ও চেষ্টা সফল হতে দেখে হৃদয়ের গভীর থেকে আল্লাহ রব্বুল আলামীনের শোকর আদায় করছি -আল হামদু লিল্লাহ।
এ পর্যায়ে ১ম শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান ব্যতিরেকে যাবতীয় সাধারণ বিষয়ের পাঠ্য পুস্তক প্রণয়ন ও প্রকাশ করে বাজারজাত করা হয়েছে। আমাদের যাবতীয় পাঠ্য বই বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর পক্ষ থেকে প্রকাশ করে বেফাকের নিজস্ব প্রকাশনী আল-বেফাক পাবলিকেশন্স-এর মাধ্যমে সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।
অতএব, সকল কওমী মাদরাসার নিকট বিশেষ করে বেফাকভুক্ত মাদরাসাসমূহের নিকট আমাদের প্রকাশিত পুস্তকাদি পাঠ্য করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল।
কাজেই, বেফাকের স্বার্থে বেফাকের কর্তৃক প্রকাশিত পাঠ্য তালিকায় বর্ণিত বইয়ের পরিবর্তে অন্য কোন বই যেন পাঠ্য করা না হয়, সেদিকে প্রতিটি কওমী মাদরাসা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
পাঠ্য-সিলেবাস১.pdf https://drive.google.com/file/d/10r8TcVYa0-vZyB6sYUcY76kVrlHwvkdg/view?usp=drivesdk
পাঠ্য-তালিকা-সিলেবাস২.pdf https://drive.google.com/file/d/113py9f04mFnbs০EYP35TPRoKmYMr1wKAW/view?usp=drivesdk
মহিলা-নেসাব-১ pdfhttps://drive.google.com/file/d/118dhdr26Av7wgG1WM8SiVj1fgn0ERWfm/view?usp=drivesdk
কেন্দ্রীয়-পরীক্ষার-নেসাব-দরসিয়াত-মহিলা-2.pdf https://drive.google.com/file/d/116n2dZWIFt2iG65HwTRDUtWCaJXjPjQP/view?usp=drivesdkবেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সিলেবাস
তারিখ ঃ ০৫/০২/৩০ হিঃ
-ইতি।
মুহাম্মাদ আবদুল জব্বার
মহাসচিব
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।