October 4, 2023

বৃষ্টি বিলাস – হুমায়ুন আহমেদ

বইয়ের নামঃ বৃষ্টি বিলাস।
লেখকঃ হুমায়ুন আহমেদ

গল্পের নায়িকা শামার হঠাৎ বিয়ে ঠিক করা হয় শামার বাবার অফিসারের ছেলে আতাউরের সাথে। ছেলেটি মুখচোরা স্বভাবের হওয়ায় শামার ছেলেটির প্রতি ধীরে ধীরে এক ধরণের মায়া জন্ম নেয়। বেশ কয়েকবার টেলিফোনে কথা বলে ছোট বোন এশা সেজে। গল্পের নায়ক আতাউরও ধীরে ধীরে ভালো লেগে যায় শামাকে। শামা-আতাউরের লুকোচুরির খুনশুটি গল্পে বেশ প্রাণচঞ্চল এনে দেয়।
কিন্তু হঠাৎ করে সবকিছু উলট পালট হয়ে যায়। আতাউরের অদ্ভুত এক অসুখের জন্য ভেঙে যায় ওদের বিয়ে। আতাউরের থেকে শামার পরিবারের পছন্দ হয় বিত্তমান ছেলে আশফাকুরকে। আশফাকুরের সাথে শামার পরিচয় হয় শামার বান্ধবী মীরার বিয়ের সময়। আর এর পিছনে কলকাঠি নাড়ে শামার বান্ধবী ত্রিনা।
কিন্তু শেষে শামাকে এক বড়ো চিঠি লিখে আতাউর। একটিবার হাত ধরার আকুলতা শামার নিকট পেশ করে সে!
তবে শামা কি তা গ্রহণ করবে? ফিরে যাবে আতাউরের কাছে? হাত ধরে করবে কি বৃষ্টি বিলাস?
জানতে এবং ভালো লাগায় হারাতে পড়ে ফেলুন গল্পের জাদুকর হুমায়ূন আহমেদের এই সুন্দর উপন্যাসটি।

রেটিং পয়েন্টঃ৯/১০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *