আধুনিক বাংলা ভাষায় আরবি
ও ফারসি শব্দমালার ব্যবহার
মুহাম্মদ আব্দুর রসুল
মুদ্রিত মূল্য: ৬০০ ৳
হার্ডকাভার পৃষ্ঠা সংখ্যা : ৪০৮
বাংলা ভাষায় আরবি ও ফারসির সংখ্যা কত?- এমন প্রশ্নের নিখুঁত কোনো জবাব নেই। আরবি ও ফারসি শব্দমালা বলতে বাংলা ভাষায় মুসলমানদের মাধ্যমে আগত আরবি, ফারসি, তুর্কি, উর্দু ও হিন্দি শব্দমালা মুসলমানদের মাধ্যমে আগমন ঘটেনি। সুতরাং শব্দটি নথিভুক্ত করা বাঞ্ছনীয় শব্দমালাকে বুঝায়। বলা হয়ে থাকে বাংলা ভাষায় এ ধরনের শব্দ-সংখ্যা আট হাজারেরও অধিক। বাংলা পিডিয়ার প্রধান সম্পাদক ড. সিরাজুল ইসলাম পত্রিকায় প্রকাশিত তাঁর নিবন্ধে বলেছেন যে, এ সংখ্যা ১০ হাজারের মতো। এই সংখ্যা আট হাজারই হোক বা ১০ হাজারই হোক-মুসলমানদের মাধ্যমে আগত একটি বিশাল সংখ্যার শব্দসম্ভার বাংলা ভাষার সঙ্গে মিশে গিয়ে বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে। এ শব্দগুলো বাংলা ভাষার স্থায়ী সম্পদে পরিণত হয়ে গেছে। আর এ শব্দগুলো বাংলাভাষী হিন্দু ও মুসলমান সবাই তাদের লেখায় প্রায় সমানভাবেই ব্যবহার করে থাকে। বর্তমান গ্রন্থের সংকলক মু. আবদুর রসুলের পর্যলোচনায় এটি আরো জোরালোভাবে প্রমাণিত হয়েছে। কাজেই কারও ব্যক্তিগত অপছন্দে এসব শব্দ বাংলা ভাষা থেকে হারিয়ে যাওয়ার নয়। সাম্পতিককালে এ-দেশের কিছু লোক এসব শব্দের ব্যাপারে বিরূপ মনোভাব প্রকাশ করে আসছে। এদের সংখ্যা অবশ্য হাতে গোনা। বিশাল বাংলাভাষী জনগোষ্ঠীর এসব শব্দমালার ব্যবহার নিয়ে কোনো আপত্তি নেই। বর্তমান ‘আধুনিক বাংলা ভাষার আরবি-ফারসি শব্দমালার ব্যবহার’ গ্রন্থের সংকলক তাঁর অবতরণিকা অংশে যেভাবে আরবি-ফারসি শব্দমালার পক্ষে বিস্তারিত ও জোরালো আলোচনা করেছেন, তা পাঠ করলে যে-কোনো মুক্ত মনের পাঠক বাংলা ভাষায় আরবি-ফারসি শব্দমালার বিরুদ্ধবাদীদের মতের অসারতা ও দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা উপলদ্বি করতে পারবেন।
যোগাযোগ
বিআইআইটি পাবলিকেশন্স
কম্পিউটার মার্কেট (৩য় তলা)
৩৮/৩, দোকন নং ৩০২, বাংলাবাজার
০১৯২৫ ৪৭২ ৩৮২ ওয়াটসএপ
০১৭৬৬ ০৭৩ ৩২১
Leave a comment